ট্রাভেল ট্যাক্স।
অনেক সহজ একটা বিষয়। কিন্তু অনেকেই এই বিষয়ে জানতে চায় যে কোথায়, কিভাবে ট্রাভেল ট্যাক্স জমা দেয়া যায়। ট্রাভেল ট্যাক্স বর্ডারে পে কি কোন সমস্যা হবে? ট্রেনে / প্লানে কি ট্রাভেল ট্যাক্স দিতে হবে? ইত্যাদি ইত্যাদি। তাই চেষ্টা করবো এই টিউন এর মাধ্যমে বিসয়টির জতিলতা দূর করতে।
যাদের লেখা পড়তে ইছা করে না তাদের জন্য ভিডিও লিঙ্ক -https://goo.gl/MFCKWC
স্থল পথে যদি আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে চান সেক্ষেত্রেই আপনাকে ভ্রমন কর বা ট্রাভেল ট্যাক্স পে করতে হবে। ট্রাভেল ট্যাক্স টি পে করতে হবে সোনালী ব্যাংকে, আপনি ইছা করলে বর্ডারেও পে করতে পারেন কিন্তু বর্ডারে অনেক মানুষের ভীর এবং দালাল এর আনাগোনা থাকায় আপনাকে অনেক বেশি ঝামেলায় পড়তে হতে পারে। তাই আমার মতে ব্যাংকে দেয়াই ভাল। মতিঝিল সোনালী ব্যাংক এর সদর দরজা দিয়ে ঢুকে চলে যান ২৯ নং কাউন্টারে। কাউন্টারে আপনার পাসপোর্ট এবং ৫০০ টাকা দিয়ে দিন বাকি কাজটা উনিই করে দিবে। কিছুখন পর আপনাকে ট্রাভেল ট্যাক্স এর রশিদ এবং আপনার পাসপোর্ট টি ফেরত দিবে। অবশ্যই পাসপোর্ট নম্বর এবং ট্রাভেল ট্যাক্স এর রশিদে লেখা পাসপোর্ট এর নম্বর মিলিয়ে নিবেন। তারপর ২৯ নং কাউন্টার এর ঠিক পিছনে একজন কর্মকর্তার নিকট গিয়ে স্বাক্ষর নিতে হবে। স্বাক্ষর হয়ে গেলে আপনার কাজ শেষ।
আমি ওই কর্মকর্তা কে জিজ্ঞাসা করে জানতে পারলাম ঢাকার নিউমার্কেট, সদরঘাট, দিলখুসা শাখায়ও ট্রাভেল ট্যাক্স পে করা যাবে।
ধন্যবাদ।
আমি tipu arzu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন বোকা ছেলে । সবসময় বোকা বোকা কাজ করি এবং বোকা বোকা কাজ করে বকাও খাই ।