কম্পিটিশনের এই যুগে একটি চাকরি পাওয়া যেমন কঠিন তার থেকেও বেশি কঠিন নিজের কর্মক্ষমতা প্রমানের মাধ্যমে নিজেকে টিকিয়ে রাখা।
আমরা হয়ত প্রতিনিয়ত নিজের স্মার্টফোনের মডেলটি আপডেট করি। নিজেকে সময়ের সাথে এগিয়ে রাখতে চেষ্টা করি।
কিন্তু নিজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কখনো কি কোন পদক্ষেপ নিয়েছেন?
কিংবা কখনো কি ভেবে দেখেছেন যে আপনার সহকর্মী কেন আপনার থেকে দ্রুত পদোন্নতি পাচ্ছে?
ভাবেন নি। কারন আপনি কখনো উপলব্ধিই করেননি যে আপনার নিজেকে আরো কর্মক্ষম করে তোলা দরকার।
মজার বিষয় হচ্ছে যে কম্পিউটারে আপনি সারাদিন কাজ করছেন সেই কম্পিউটারটাই কিন্তু আপনার সব থেকে বিশ্বস্ত সহযোগী যে কিনা আপনাকে কয়েকধাপ এগিয়ে নিতে পারে।
তাহলে চলুন আজকে আমি আপনাদের সামনে এমন একটি 'ব্রাউজার এক্সটেনশন' নিয়ে কথা বলবো যেটা আপনার ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে নতুন মাত্রা এনে দিবে।
এক্সটেনশনটির নাম 'Momentum'
এর মাধ্যমে আপনি পার্সোনাল ড্যাশবোর্ডের সাথে আপনার টু-ডু লিস্ট, আবহাওয়া এবং অনুপ্রেরনা সংবলিত নতুন একটি ট্যাব ওপেন করতে পারবেন।
নতুন ট্যাব যা আপনাকে শান্তির একটি মুহূর্ত এনে দিবে এবং আপনাকে আরো উত্পাদনশীল হতে অনুপ্রাণিত করবে।
এখানে আপনি আপনার প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করতে পারবেন। কোন কাজটি আগে করতে হবে, কোনটি পরে করলে হবে, আজকে কোন মিটিং আছে কিনা, কোন পেন্ডিং কাজ জমা আছে কিনা ইত্যাদি আপনার প্রয়োজন অনুযায়ী Momentum এ লিখে রাখতে পারবেন।
এরপর আপনি যখনি আপনার ব্রাউজারে নতুন একটি ট্যাব ওপেন করবেন তখনি এটা আপনাকে আপনার পার্সনালাইজড ট্যাবটি শো করবে।
এতে আপনার লাভ কি?
লাভ হচ্ছে-
১। আপনি আপনার কাজের কথা ভুলে গেলেও আপনার ব্রাউজার আপনাকে মনে করিয়ে দিবে।
২। যখনি কাজের তালিকা দেখতে পারবেন তখন আপনার নিজের ভিতরই কাজগুলো সম্পাদন করার একধরনের তাগিদ অনুভব করবেন। যা আপনার প্রোদাক্টিভিটি কয়েকগুণ বাড়িয়ে দিবে।
৩। আপনার কোন পেন্ডিং কাজ না থাকার কারনে নিজেকে হাল্কা অনুভব করবেন যা আপনাকে কাজের স্ট্রেস থেকে মুক্তি দিবে।
অন্যান্য লাভ ও সুবিধাগুলো দেখতে এই লিঙ্কে চলে যান। এখানে আপনি এক্সটেনশনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
লাল গোল চিহ্নিত '+ ADD TO CHROME' এ ক্লিক করলেই এক্সটেনশনটি আপনার ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। তাহলে আর দেরি না করে এখনই নিজের প্রোডাক্টিভিটি বাড়াতে এক্সটেনশনটি কাজে লাগানো শুরু করে দিন।
প্রোডাক্টিভিটি বাড়ানোর আরো অনেক উপায় জানতে হলে আমার ব্লগ Tutor Of Tech থেকে ঘুরে আসতে পারেন।
আমি খাইরুল আবেদিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
খাইরুল আবেদিন, একজন ফ্রিল্যান্স SEO expert, যে তার জ্ঞান, আইডিয়া ও অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতে ভালোবাসে। সে তার নিজের ব্লগ TutorOfTech ছাড়াও Quora, Warrior Forum, Techmasterblog, Anytechtune, Bigganprojukti সহ আরও সব জনপ্রিয় বাংলা ব্লগে ক্যরিয়ার ও প্রযুক্তি বিষয়ে নিয়মিত লেখালেখি করে থাকেন।