একটা ভিডিও এডিটিং সফটওয়্যার খুজছি, যেটা দিয়ে সহজেই ভিডিও কাট করা, জোড়া দেওয়া বা ভিডিওর উপর টেক্সট দেয়া ইত্যাদি সাধারন কাজগুলো সহজেই করা যায়। সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হলো এডিট করা ভিডিও তুলনামূলক কম সময়ে এক্সপোর্ট/সেভ করা যায়। এই ধরনের কোন সফটওয়্যার এর কথা কেউ জেনে থাকলে দয়া করে নাম বা লিঙ্ক দিয়ে সাহায্য করুন।
আমি এডোবি প্রিমিয়ার ব্যবহার করেছি, এটা খুবই এডভান্সড যা আমার এই মূহুর্তে দরকার নেই। আর এতে এডিট করা ভিডিও এক্সপোর্ট করতে অনেক সময় লাগে।
নেটে খুজছি কিন্তু বুঝতে পারছি না কোনটা ভালো হবে।
তাই এই ব্যপারে কেউ জেনে থাকলে প্লিজ সাহায্য করুন...........
আমি তারেকবিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার কাছে তো Ulead MediaStudio8 সব চেয়ে বেস্ট্।তবে এই মুহুর্তে আমি ডাউনলোড এর লিংক দিতে পারছি না আর সেট ফ্রী ডাউনলোড করা যাবে কিনা তাও বলতে পারছি না… তবে ওটার কোন টিউটোরিয়াল লাগলে আমাকে বলবেন। সে ক্ষেত্রে হেল্প করতে পারি।
https://www.techtunes.io/featured/tune-id/1289/ এটা কাজে লাগতে পারে।