আমাদের প্রত্যেকরই একটা বাসনা থাকে, বিশাল সম্পত্তি না হোক অন্তত নিজের মাথা গুজার ঠাই হিসাবে একখন্ড জমি থাকুক, আর সেজন্যই আমরা শহরে কিংবা গ্রামে একটি বাড়ি করার জন্য অনেক কষ্টের সঞ্চয়ে জমি বা প্লট কিনে থাকি, কিন্তু দুঃখের বিষয় এই যে, অধিকাংশ ক্ষেত্রে জমি কিনতে গিয়ে মানুষ প্রতারিত হচ্ছে। একজমি কয়জনের কাছে বায়না দিয়ে বা কয়েকজনের কাছে জাল দলিল দেখিয়ে প্রতারিত করে থাকে।
আনন্দের বিষয়, সরকারের ডিজিটালাইজেশনের কিছুটা ছোয়া ভূমি অধিদপ্তরের ওয়েবসাইট দিচ্ছে, আপনি চাইলে কোন জমি কার নামে রেকর্ড, জমির পরিমাপ কত, খতিয়ান নাম্বার ইত্যাদি দেখে নিতে পারবেন অনলাইনে।
জমি ক্রয়ের কথা বাদ দিলেও আপনার অধিকারে থাকা জমি জমার হিসাব রাখা, পরিমাণ বা খতিয়ান রেকর্ড ইত্যাদি দেখে নেওয়া আপনারই দায়িত্ব। আপনার বাবার জমিও কয়েদিন বাদে আপনারই জমি, তাই বাবার জমির মৌজার দাগ নাম্বার দিয়ে বাবাকে দেখিয়ে দিতে পারেন, জমির পরিমাণ বা খতিয়ানের রেকর্ড অনলাইনে ঠিক ঠাক উঠলো কিনা!
যেভাবে দেখবেনঃ
যাদের লিখাটির বিস্তারিত পড়তে ইচ্ছে করছেনা, তারা সরাসরি ভিড়িও টিউটরিয়াল দেখতে পারেন.
টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন
প্রথমে আপনাকে সরকারের একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, নিচে লিংক দেওয়া হল.
http://land.gov.bd/pages/R-S-Khotian
এই লিংকে পরবে করে "অনলাইনে আবেদন" ছবিটিতে ক্লিক করবেন.
যারা ভূমি জরিপ বিজ্ঞান জানার বিষয়ে আগ্রহী তারা, অল্প কিছু সময় ব্যয় করে আমার ভিড়িও গুলো দেখলে পরিপূর্ণ হিসাব ও নকশা থেকে ভূমি কালিক করতে পারবেন। আমরা কিছু ভূমি জরিপের মোবাইল এপলিকেশন তৈরী করেছে যেগুলো দিয়ে আপনি ভূমি জরিপের কোন প্রকার জ্ঞান না থাকা সত্বেয় নির্ভুল ভাবে ভুমি জরিপ করে নিতে পারেন। গুগুল প্লে-তে noksha o bhumi লিখলে নিচের আইকনের দুইটি এপ দেখতে পাবেন.
আমাদের এপ গুলো সম্পর্কে জানতে টিউনটি দেখন.
আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।
কিভাবে দাগ নং দিয়ে জমির বিস্তারিত দেখবেন , ভিড়িও দেখে নিন… https://www.youtube.com/watch?v=Hv-XeizFRbo