আমি একজন ইন্টারনেট ব্যবহারকারী, আমি বেশ কয়েক মাস থেকে ডাটা এন্ট্রির সাথে সংযুক্ত কিন্তু দুঃখজনক বিষয় সবকিছুই বৃথা হয়েছে আমার।
তাই লিখতে বাধ্য হলাম।যদি কোন সহৃদয়বান ভাই ডাটা এন্ট্রি অথবা পিটিসিতে কাজ করে সফলতা পেয়ে থাকেন তাহলে আমার মত অন্যান্য টিউনারদের উপকারার্থে দয়া করে টিউন লিখুন অথবা জানান। সবার চেষ্টাই সফল হউক।
মেইল করুনঃ [email protected]
আমি rabiul87। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
rubel ভাই আপনি একটু বলবেন আপনি সঠিক কোন কাজটি করেছেন যে, সব কাজ বৃথা গেছে। ভাল কোন buyer পেলে আপনিও ভাল ডাটা এন্টি করতে পারবেন।
!!! আমার মতে টেকটিউন্সে নিজের ওয়েব সাইট এর বিজ্ঞাপনে দিলে কোন সমস্যা নেই !!! ।কারন সেটাও তথ্য প্রযুক্তির অংশ বিষেশ…… আর সেখানে অনেকে অনেক ইনফর্মেশন ও পেতে পারে আর শাকিল ভাই এর ওয়েব সাইট আমার কাছে বরাবর ই ভালো লাগে।
গ্রাফিক্সে হাত থাকলে ফটোশপের কাজ পাওয়া তুলনামূলক সহজ। যেখানে আপনার কাজের কোয়ালিটি আপনাকে কাজ পাইয়ে দিতে পারে
ভাইরা আমরা ম েন হয় rabiul87 ভাই েক P.T.C এর দুই এক িট স িঠক wab এর িটকানা িদ েত ভূেল েগ িছ।
এসবের পেছনে ঘুরে আপনি লাভবান হতে পারবেন না। আপনি যদি ডাটা এন্ট্রি কাজ করতে চান তাহরে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান যারা এসব কাজ দেয় বা ডিলার তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমার মতে এ থেকে আয়ের সম্ভাবনা খুবই কম করতে পারলেও তা হয়তো মাসে 4000-5000 টাকা নেট বিল আর খরচ দিয়ে যা পাবেন তা খুবই হতাশাজনক। আপনি ফ্রি ল্যান্স এর জন্য চেষ্টা করতে পারেন তবে ইন্টারেনেট সব চেয়ে সহজতম টাকা আয়ের উপায় হচ্ছে এডসেন্স আমি গত মাসেও $450 ডলার আয় করেছি আর নিয়মিত চেকও পাচ্ছি এবং তা ভাঙাতেও পারছি। আপনি যদি ইচ্ছে হয় আমার সাইট http;//www.bdweb.ucoz.com ভিজিট করতে পারেন এখানে একটি লিংকে ডাটা এন্ট্রি ও ফ্রি ল্যান্সিং এর বেশ কিছু ঠিকানা সহ একটি গাইডলাইন রয়েছে যে কিভাবে একাজ করতে হবে এবং এসম্বন্ধে বেশ কিছু বইয়ের ঠিকানাও রয়েছে। আরও একটি লিংকে এডসেন্স এর বিষয়েও বিভিন্ন পরামর্শ ও তা করার উপায় নিয়ে বিস্তর আছে। ইচ্ছে হলে দেখতে পারেন। তবে এটি আমার সাইটের প্রচারের জন্য নয় আপনার সমস্যার সমাধানের জন্যই বলা।