যেই সাইটগুলা হয়তো আপনার জীবনের স্টাইল বদলে দিতে পারে পর্বঃ ০১

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

অনেকদিন পর টেকটিউনসতে ঃ(আচ্ছা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, কথা বেশী আর লম্বা করার ধরকার নাই!
আমরা সবাই শিখতে ভালোবাসি কাজ করতে পারি না, কেও টাকার জন্য কোথাও গিয়ে শিখতে পারি না, আর কেও বাসা থেকে বের হয়ে গিয়ে শিখতে পারি না :(ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান? এখন আপনি একটি যায়গায় কোর্স শিখতে কথা বললেন, তারা দাম বললো ২৬ হাজার :(তখন আপনার শিখার ইচ্ছা কোথায় যাবে?
অথচ আপনি কি জানেন? গ্রাফিক্স এর এক নাম্বার প্রতিষ্ঠান এডোবি আপনার জন্য তাদের সফটওয়্যার কোর্স গুলা ফ্রিতে রেখে দিছে 😛
কখনো ডুকে দেখছেন?
হ্যা ভাই বোন।
এডোবি তাদের সাইটে বিশ্বের সেরা সেরা টপিক্স এর উপর হাই ক্লাস কোর্স করে রেখেছে, অব্যাশই ফ্রী।
এই যেমন Adobe Photoshop CC: Your Complete Beginner's Guide নিয়ে তাদের একটি কোর্স আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কোর্স করলে আপনি আর ফটোশপ শিখার জন্য কখনো কাওকে প্রশ্ন করবেন না, এরপর শুদু উত্তর দিবেন। আর ডলার 😛
তো Adobe Photoshop CC: Your Complete Beginner's Guide কোর্সটি শুরু করুন এই লিংক হতেঃ https://www.adobeknowhow.com/courselanding/adobe-photoshop-cc-your-complete-beginner-s-guide
শুদু কি একটি কোর্স?
আরে না!
এডোবি তাদের সাইটে সব বিষয়ে কোর্স রাখছে। যেমন আপনি চাচ্ছেন এড্রোয়েড অ্যাপস তৈরি করতে! কিন্তু কিভাবে?
সমস্যা নাই এডোবি আপনার জন্য Learn Android Basics কোর্সটি ফ্রি করে দিয়েছে 😀
তো https://www.adobeknowhow.com/courselanding/learn-basics-android-one-hour করে ফেলুন এই কোর্স।
আরো আছে লাইটরুম, এইচটিএমএল প্রোগ্রামিং সহ অনেক টপিক নিয়ে অনেক কোর্স।
সাইটে ভিজিট করে ফ্রী কোর্স গুলা করেই ফেলুন 😀
https://www.adobeknowhow.com/category/Free
আপনি নিজেকে একজন প্রোগ্রামার হিসাবে দেখতে চান? আপনি কোন অ্যাপস তৈরি করে বিশ্বকে থাক লাগিয়ে দিতে চান?
তাহলে ফলো করতে পারেন কোড সাইটটি https://code.org/learn
https://www.gcflearnfree.org/COMPUTERBASICS/ সাইটির ভিতর একবার ডুকে ২০ মিনিট সময় দিয়ে দেখে আসুন, যদি ভালো না লাগে মেগার দাম আমি দিবো 😉
এবার আশাকরিয়ে দেই তার আগে আসুন একটা গল্প শুনাই আমি যখন প্রথম কাতারে আসি তখন আমায় একজন প্রশ্ন করলো আমি কি আর্বিতে কথা বলতে পারি?
উত্তর দিলাম না, তখন ঐ না পারার জন্য আমার বেতন ৫০% কমে যায়।
গল্প শুনে হয়তো সাইটের কথা ফিল করতে পেরছেন 😉 হ্যা এখন ভাষা শিখার জন্য একসাইটের সাথে পরিচয় করিয়ে দিবো।
৪/৫ টা দেশের ভাষা জানা মানুষগুলাকে কিছু কোম্পানি বাসায় এসে জব দেয় -_-
https://www.duolingo.com/ তো এই সাইটের সাথে শিখে ফেলুন কিছু দেশে ভাষা। আপনি জার্মান, ইতালিয়ান, রাশিয়ান সহ বিশ্বের যে কোন ভাষা শিখতে পারবেন। অনেক সুন্দর ভাবে।
আপনি নিজে ভালো ইংলিশ বলতে পারেন, এখন আপনার কাছে মনে হয় আপনার গ্রামারটিকেলে ভুল হয় কিছু, আপনার ইংলিশ পরিক্ষা করবে এই সাইট https://www.grammarly.com/ 😉
http://theinvisiblementor.com/ https://abeautifulmess.com/ প্রতিদিন সময় করে এই সাইটগুলার ২ টি টিউন পড়তে পারলে ফ্রেন্ডরা আপনার কাছ থেকে অলুয়েজ হেল্প নিবে :p
রান্না করতে চান? নিজে নিজে বিশ্বের সেরা সেরা রান্না গুলা শিখতে চান? http://www.jamieshomecookingskills.com/index.php ঘুরে আসতে পারেন।
রান্না শিখে গেলে ট্রিট দিয়েন আমায় খাওাইয়েন 😉
ইতিহাস আপনায় টানে?
ইতিহাস জানতে চান?
http://www.thehistoryblog.com/ অনুসরণ করতে পারেন 😀

এটা অনেক লম্বা হয়ে গেছে :(অন্যদিন আরেক পর্বে আরো কিছু সাইট শেয়ার করবো।
ভালো থাকবেন <3

ফেসবুকে আমায় পাবেন 

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস