এই সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সোজা। আপনার স্কেন করা মৌযা ম্যাপের
১ ইঞ্চি সমান কত পিক্সেল সেটি স্কেন করা ছবির ফাইলটিতে সংরক্ষিত থাকে। একে
DPI বলে। স্কেন করা ছবিটি অন্য কোন সফটওয়্যার দিয়ে ইডিট করলে DPI
তথ্যটি নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনি স্কেন করে সরাসরি Mouza Cad-
এর সাহায্যে ছবিটি ওপেন করুন। এখন আপনার ম্যাপে ১ ইঞ্চি সমান কত ফিট
সেটা বসাতে হবে। আপনার ম্যাপটি যদি ৬৪ ইঞ্চি সমান ১ মাইল হয় তবে আপনি
১ ইঞ্চি সমান ৮২.৫ ফিট বসাবেন। আর যদি ১৬ ইঞ্চি সমান ১ মাইল হয় তবে
আপনি ১ ইঞ্চি সমান ৩৩০ ফিট বসাবেন। এবার স্কেলিং এর কাজ হয়ে গেল।
এবার ম্যাপেটি "Black White" বটন টিপে সাদাকালো করুন। তারপর
"Apply" বটন টিপুন। তারপর দাগগুলোকে শুরু করার জন্য "Skeletonize"
বটন টিপুন। তারপর আবার "Apply" বটন টিপুন। এবার "Magic Area
Measurement" অপশন সিলেক্ট করে যেকোন দাগে মাঝখানে মাউস দিয়ে
টিপুন। এভাবে দাগের ক্ষেত্রফল বের হবে। আশাকরি সফটওয়্যারটি কিভাবে ব্যবহার
করতে হবে সবাই বুঝতে পেরেছেন।
ভিডিও টিউটোরিয়াল সহ সফটওয়্যারটির ডাউনলোড লিংক
http://www.mediafire.com/folder/lz89u4ss7mmfv/Documents
বিঃদ্রঃ সফটওয়্যারটি যদি ইন্সটল না নিতে চায় তাহলে প্রথমে Microsoft Dot Net
Framework 4.5 Offline Installer টি ইন্সটল দিয়ে নিন।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।