আপনারা অনেকে জানেন যে অটো লাইক নেওয়া খুব একটা কঠিন কাজ নয়। এর জন্য ভালো একটা সাইটে গিয়ে ছোট্ট একটা কাজ করলেই হয়। এর জন্য প্রথমে আপনাকে আপনার অ্যাকাউন্টের টকেন ডাউনলোড করতে হবে। তারপর টকেন থেকে অ্যাকসেস অংশ কপি করে লগইন বক্সে পেস্ট করে লগইন করুন। ও পছন্দ মতো লাইক নিন।
পুরো কাজ আরেকবার দেখুন:-
১. আটো লাইক ওয়েবসাইটে যান
২. জেনারেট অ্যাকসেস টোকেন এ যান
৩. টোকেন জেনারেট হলে অ্যাকসেস কোডের অংশ কেটে নিন। (কপি করুন)
৪. লগইন বক্সে কোড পেস্ট করুন।
৫. পছন্দ মতো লাইক নিন।
টিউটরিয়াল:
ফেসবুকে কাজ:-
১. পাবলিক টিউন করুন
২. পাবলিক কে লাইক দেবার অনুমতি দিন
৩. অটো টিউমেন্ট নিতে পাবলিক কে টিউমেন্ট করার অনুমতি দিন।
টিউটরিয়াল:
অটোলাইক ওয়েব সাইট:-
অটো লাইক বিজ:
৩৫০ লাইক প্রতি সাবমিট
১৫ মিনিট পর পর সাবমিট করা যায়।
হিমজি লাইক
৫০০ লাইক প্রতি সাবমিট
১৫ মিনিট পর পর সাবমিট করা যায়।
আইস লাইক
৩০ লাইক প্রতি সাবমিট
৩০ সেকেন্ড পর পর সাবমিট করা যায়।
মানে ১৫ মিনিটে ৩০ বার। যেহেতু আপনার সাবমিট করতে করতে কিছু সময় অপচয় হবে তাই ২০ বার ধরলেও (২০*৩০)= ৬০০ লাইক।
জরুরী কথা:-
আপনি একবার টোকেন নিলে সেটা অনেক দিন পর্যন্ত চলবে। তাই টোকেন প্রথমবার ডাউনলেড করে রেখে দিন। আর এক টোকেন দিয়ে উপরের তিনটি তেই লগ ইন হবে।
মোট কথা:-
২০ মিনিট সময় নিন।
প্রথমে অটো লাইক বিজ থেকে ৩৫০ লাইক নিন।
এর পর হিমজি থেকে ৫০০ নিন।
এখন ১৫ মিনিট ধরে আইস লাইকে ২০ বার সাবমিট করে ৬০০ লাইক নিন।
এখন অটো লাইক থেকে আবার ৩৫০ লাইক ও হিমজি থেকে ৫০০ লাইক নিন।
পুরো কাজ করতে ২০ মিনিট সময় লাগলে আপনার লাইক হবে ৩৫০+৫০০+৬০০+৩৫০+৫০০=২৩০০ টি
ভালো লাগলে আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেল সাবক্রাইব করুন।
আমি নাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।