ডাইনোসরকে বলা হতো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। বিলুপ্ত হয়েছে বহু বছর অাগে। বর্তমানে হাতিকে স্থলভাগের বড় প্রাণী বলা যায়। কিন্তু জিরাফের গলার উচ্চতা মাপলে হাতির সেটা মাথা উচু করে ক্ষুদ্র চোখে দেখতে হবে। তবে শরীর-স্বাস্থ্যে হাতির এক পায়ের নিচে জিরাফ বোঁধহয় বেশিক্ষণ টিকতে পারবে না। তাই দেহের অবয়বানুসারে হাতিকে পৃথিবীর স্থলভাগের বড় প্রাণী বলতেই হবে।
অন্যদিকে জলভাগের মাছকে আমরা প্রাণীর মধ্যে টেনে না আনলেও যেহেতু ‘প্রাণ আছে যার সেই তো প্রাণী’ এ অর্থে মহাসাগরের মাছকেও আমরা প্রাণীকুলের মধ্যে টেনে এনে তার দেহের অবয়বটা মেপে দেখতে পারি। এ অর্থে পৃথিবীর সবচেয়ে বড় মাছ কোনটি? অনেকেই হয়ত চোখ বুজে বলে দেবে নীল তিমির নাম৷ কারণ এটি দেখতে হুবহু মাছের মত, আবার থাকেও পানিতে৷ নীল তিমি যে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তা নিসন্দেহে বলা যায়৷ কিন্তু মাছের মধ্যে সবচেয়ে বড় নয়৷ কারণ নীল তিমি মাছ নয়৷ এটা একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী৷ তবে পৃথিবীর সবচেয়ে বড় মাছ কিন্তু নীল তিমির কাছাকাছি একটি প্রাণী হোয়েল শার্ক৷ বাস্কিং শার্ককেও বড় মাছ হিসেবে ধরা হয়৷ হাঙ্গর জাতীয় এ দুটো মাছই লম্বায় ১২ থেকে ১৮ মিটার পর্যন্তু হয়৷ হাঙ্গরের মানুষখেকো স্বভাব থেকে অনেকেরই ধারনা হওয়া স্বাভাবিক যে, হোয়েল শার্ক এক লহমায় মানুষকে গলধকরণ করতে পারে৷ কিন্তু আসলে তা নয়৷ কারণ এদের দাঁত বেশ ছোট এবং গ্রাসনালী বেশ সরু৷ সারডিন এবং স্কুইড জাতীয় ছোট ছোট সামুদ্রিক প্রাণী খেয়েই এদের জীবনধারন করতে হয়৷এদের প্রধান প্রধান প্রজাতির মধ্যে রয়েছে গ্রেট হোয়াইট শার্ক, টাইগার শার্ক, ব্লু শার্ক, ম্যাকো শার্ক, থ্রেশার শার্ক প্রভৃতি। প্রায় সব সাগর-মহাসাগরে এদের বসবাস রয়েছে। এদের আক্রমনেরও অনেক ঘটনা রয়েছে। যদি লোনা পানির মাছ এবং স্বাদু পানির মাছকে আলাদাভাবে চিহ্নিত করা হয়, তাহলে স্বাদু পানির মাছের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অ্যারাপেইমা লেপটোসোমা৷ এদের বাস দক্ষিণ আমেরিকার আমাজান জলভাগে ৷ স্থানীয় নাম পিরারুচু। চার মিটারেরও বেশি লম্বা হয়ে থাকে এরা৷ একেকটির ওজন দাঁড়ায় দুশো কেজির মত৷খাবার হিসেবেই এ মাছের ব্যবহার বেশি।
আমি মার্স টেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।