বাংলা নববর্ষ ১৪২৫ কে স্বাগত জানাতে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল আজকের ডিল আয়োজন করেছে নবর্ষের পোশাকের একটি বিশেষ কালেকশন। অনলাইনে আজকেরডিলের ওয়েবসাইটে প্রবশে করলেই নজর কাড়বে বৈশাখের আকর্ষণীয় সব কালেকশন। সব ধরনের পণ্যে বাহারি সব অফার নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি। ২০% মূল্যফেরতের সুবিধা দিতে আজকেরডিলের সাথে যুক্ত হয়েছে বিকাশ। চোখ ধাধানো সব কালেকশন দেখতে এখনি ঢুঁ মারতে পারেন এই ঠিকানায়।
বছর জুড়েই সবধরনের অফার থাকে আজকেরডিলে। আসনে আসছে বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এজন্যই দেশের বড় এই শপিংমলটি সেজে উঠেছে বর্ণিল সাজে। দুই হাজারেরও বেশি অনলাইন দোকানের দেড় লক্ষাধিক পণ্য নিয়ে সবসময় দেশের প্রত্যন্ত অঞ্চলের আগ্রহী ক্রেতাদের চাহিদা পূরণ করছে আজকেরডিল।
চোখে পড়ার মত হরেক রকমের বৈশাখী শাড়িতে ভরে উঠেছে আজকেরডিলের ওয়েবপেজ। বৈশাখী শাড়িগুলোর মধ্যে রয়েছে হ্যান্ড পেইন্টেড শাড়ি, উৎসবের লাল শাড়ি, তাঁত, সুতি, জামদানি, টাঙ্গাইল, কোটা মসলিন সহ অন্যান্য ব্র্যান্ডের নানান শাড়ি।
প্রধানত সুতি কাপড়ে তৈরি এ কালেকশনে রং হিসেবে ব্যবহৃত হয়েছে সাদা ও লাল। নানা ব্র্যান্ডের উইভিং ডিজাইনে লাল-সবুজে শাড়ি, টাই অ্যান্ড ডাই শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া ও টপস, পাঞ্জাবি, টি-শার্ট, স্কার্ফ এর একটি সমৃদ্ধ আয়োজন করা হয়েছে। এ আয়োজনে শিশুদের জন্যও পোশাক থাকছে।
ছেলেদের জন্য রয়েছে সুতি, উৎসবের লাল পাঞ্জাবী, সিল্ক, কালারফুল হোয়াইট বেজড পাঞ্জাবী সহ হরেক রকমের ফতুয়া কালেকশন। এছাড়াও পাওয়া যাচ্ছে বৈশাখের শার্ট, পোলো শার্ট, পারফিউম/ বডি স্প্রে, বাঙ্গালিয়ানা লুঙ্গি, পাজামা ইত্যাদি।
এছাড়াও বৈশাখে মিষ্টমুখ করার জন্য বৈশাখী আয়োজনে বিভিন্ন জেলার বিখ্যাত মিষ্টান্নও রয়েছে। ঘরসাজানোর জন্য থাকছে বেডশীট, মাদুর, বৈশাখী ওয়ালস্টিকার সহ বাহারি সব গৃহস্থালি পণ্য।
দরদামঃ
সাধারণ মানুষও যেন তাদের থেকে পণ্য কিনতে পারে সেজন্য আজকেরডিল সব সময় কমদামে পণ্য বিক্রি করার চেষ্টা করে। সব দিক বিবেচনা করে অনেক ক্ষেত্রে অফলাইন মার্কেটের চেয়েও কমদামে পণ্য বিক্রি করে। এবারের বৈশাখে ছেলে ও মেয়েদের ফতুয়ার দাম ৪০০ টাকা থেকে ১০০০ টাকা, পাঞ্জাবি ৪০০ টাকা থেকে ১২০০ টাকা, সালোয়ার কামিজ৪ ৫০ টাকা থেকে ২৫০০ টাকা, বিভিন্ন ধরনের শাড়ি ৪০০টাকা থেকে ১৮০০ টাকা, টি-শার্ট ১৫০ টাকা থেকে ২৭৫ টাকা পর্যন্ত। এ ছাড়া শিশুদের জন্য ফতুয়া, টপস ও টি-শার্ট রয়েছে। দাম যাই হোক আজকেরডিল থেকে যেকোন পণ্য কিনে পেমেন্ট বিকাশ করলেই আপনি বেয়ে যাবেন ইন্সট্যান্ট ২০% ক্যাশব্যাক।
দেশের বিভিন্ন প্রান্ত থেকেই অনলাইনে অর্ডার করে ঘরে বসেই পেয়ে যেতে পারেন পহেলা বৈশাখের জন্য আপনার পছন্দের পোশাকটি। নতুন বছরে বৈশাখী সাজে লাল সাদায় হয়ে উঠুন আরও অনন্যা।
বৈশাখী আয়োজন দেখতে ঘুরে আসুন এই লিংক থেকে।
-
-
-
কৃতজ্ঞতা স্বীকার: আমাদের চারদিকে ঘটছে অনেক কিছু। আমাদের সবার মনেই আছে অনেক কথা নানা জিজ্ঞাসা নিজস্ব মতামত। অনেক কিছু আমরা জানতে চাই আবার জানাতেও চাই। নিজের চেনা জানার বাইরেও আছে আরেকটি জগত যারা হয়ত আমাদের মতই ভাবছে চিন্তা করছে। তোমাকে তোমার নিজের মত করে প্রকাশ করার একটি নতুন জায়গা - বেশতো! চল ঘুরে আসি।
-
-
-
ঢাকার বাইরের ক্রেতাদের কথা বিবেচনা করে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস আজকের ডিল ডট কম দিচ্ছে ২-৫ দিনের মধ্যে ঢাকায় এবং ৪-৭ দিনের মধ্যে সারা দেশে পণ্য ডেলিভারী সুবিধা। এখন থেকে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি গ্রহণ করতে পারবেন আপনার নিকটস্থ এস, এ পরিবহনের শাখা অফিস থেকে কিংবা সুন্দরবন কুরিয়ার থেকে। এস, এ পরিবহন শাখা অফিসে মূল্য পরিশোধ করে গ্রহণ করুন আপনার কাঙ্ক্ষিত পণ্য।
সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘন্টা পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। ২৪ ঘন্টা কাস্টোমার সাপোর্ট থাকছে সেই সাথেই। ছুটি কিংবা হরতাল এখন আর নো চিন্তা, কেনাকাটার জন্য সব সময় প্রস্তুত আজকের ডিল।
আজকের ডিল ডট কম ক্রেতাদের মূল্য পরিশোধ করার জন্য করেছে সবচেয়ে সহজ ও সুবিধাজনক পদ্ধতি। ক্রেতারা অনলাইনে ক্রেডিট কার্ডের সাহায্যে মূল্য পরিশোধ করতে পারবে। বিকাশ করে মূল্য পরিশোধ করতে পারবে। পণ্য বুঝে পাবার পর মূল্য পরিশোধ করতে পারবে। ই এম আই এর মাধ্যমেও পণ্য কিনতে পারবে। এছাড়াও সরাসরি আজকের ডিল ডট কম অফিস থেকে পণ্য সংগ্রহ করে মূল্য পরিশোধ করতে পারবে।
আজকের ডিল আপনাদের জন্য নিয়ে এল সরাসরি ফোনে অর্ডার করে পণ্য কেনার সুবিধা। সরাসরি ফোন করে এখন থেকে আপনি আপনার পছন্দের পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। আপনার অর্ডার করতে ডায়াল করুন এ ০৯৬১২ ০০৭ ০০৭ নাম্বারে।
আজকের ডিল ডট কম, সুমনা গনি ট্রেড সেন্টার, প্লট নং - ০২, লেভেল-০৫, পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫।
এছাড়া যেকোন তথ্য জানার জন্য ফোন করতে পারেন এই নং এ –০১৮৩৩৩২৮৪৯৪, ০১৮৪৭০২৭৫১৩, ০১৭৫৫৫৮২৫৭০
https://www.facebook.com/ajkercrazydeal/
আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যান পেজে এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।
আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যানপেজ এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।
আপনাদের সন্তুষ্টি, আমাদের অর্জন
আমাদের ১ লক্ষ+ রকমারি পণ্য থেকে বেছে নিতে পারেন আপনার প্রয়োজনীয় পণ্যটি। সারা দেশে ক্যাশ অন ডেলিভারী সহ পাচ্ছেন ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত ডেলিভারী। তাহলে আর দেরী কেন, অর্ডার দিন এখনি আর ঝটপট নিয়ে নিন ডেলিভারী!
আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।