অ্যান্ড্রয়েড ফোনের একটি অ্যাপস দিয়ে প্রতি মাসে আয় করুন 10, 000 টাকা বা তার চাইতেও বেশি।
Champcash কি?
ChampCash ২০১৫ সালের পহেলা মে থেকে এটা চালু হয়েছে ভারতে। Web sign Technology কম্পানীর উদ্যোগে তৈরি হয়েছে এই ChampCash.
Champcash হল একটা Android app এর সাহায্যে আপনি সারাজীবন income করতে পারবেন। এটা শুধু app-ই না, এটা আপনার কাজের প্রোফাইল, এর কোম্পানি হরিয়ানা তে আছে Champion Network Pvt. Ltd. তাই নিশ্চিত ভাবে কাজ করতে পারেন।
Download করতে ক্লিক করুন এখানে
তারপর Champcash APPs টা open করুন। তবে অবশ্যই Signup with google Click করবেন তা না হলে সমস্যা হবে।
তারপর ওপেন করে
★Name,
★Email,
★Password,
★Country,
★Phone number,
★I accepet এর ঘরে টিক চিহ্ন দিন।
আপনি যে দেশে আছে ওই দেশ সিলেক্ট করে আপনার নাম্বার টা দিন, (কোড নাম্বার দেয়া থাকবে) তারপর PROCEED এ ক্লিক করুন, তারপর আপনার একটা SPONSOR ID চাইবে। তারপর এই স্পন্সর নাম্বার টা
20581088 দিয়ে submit এ ক্লিক করুন।
এরপর লোড নিয়ে একটি pop-up আসবে verify এ ক্লিক করুন। verify এ ক্লিক করার আগে দেখুন SK Shadhin1 নাম টা আসে কিনা, যদি দেখেন এই নামটা আসে তাহলে ক্লিক করুন, আর কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর আপনারএকাউন্টের dashboard আসবে, এবং আপনি $1 বোনাস পাবেন। উপরের sponcer id.
20581088 এটা না দিলে আপনি বোনাস পাবেন না।
কিভাবে ইনকাম করবেন?
চ্যাম্পক্যাশ এ প্রধানত ইনকাম করতে হয় ছোট ছোট ভিডিও দেখলে আপনি প্রতিদিন চ্যাম্পক্যাশ এ আনলিমিটেড ভিডিও দেখে ইনকাম করতে পরবেন।
চ্যাম্পক্যাশ এ ৬০০+ শর্ট ভিডিও দেখছে আপনার 1$ ইনকাম.
প্রতিদিন আপনি নিজে 2-3$ ইনকাম করতে পারবেন।
তবে আনলিমিটেড ভিডিও দেখতে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন Country সিলেক্ট করে ভিডিও দেখতে হবে।
সেই বিষয়ে আপনাকে বিস্তারিত গাইডলাইন দেওয়া হবে নিচে একটা ভিডিও লিংক দিছি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন।
রেফার করে ইনকাম!
আপনার home বা deshbord এ আপনার reffer id দেখতে পাবেন। এটাকে মুখস্ত করে নিন। এবার display এর বাঁ দিক থেকে ডান দিকে slide করুন। refer & earn নামের option টাতে ক্লিক করুন। একটা বক্সে অনেক গুলো লেখা আসবে click করে নিচে invite এ ক্লিক করুন। এবার কোথায় কাকে ইনভাইট করবেন তা সিলেক্ট করুন। এবার ইনভাইট করার সময় সবার শেষে আপনার SPONSOR ID দেখতে পারবেন। যাকে ইনভাইট করবেন তাকে এই ID টা দিতে বলুন এবং সব শিখিয়ে দিন না শেখালে আপনি ইনকাম করতে পারবেন না।
এখানে আপনি level -7 পর্যন্ত কমিশন পাবেন।
কি করে পৌছাবেন?
ধরুন আপনি A
যদি A এর SPONSOR ID দিয়ে B একাউন্ট করে, (level-1)
Bএর দিয়ে C (level-2)
Cএর দিয়ে D (level-3)
Dএর দিয়ে E (level-4)
Eএর দিয়ে F (level-5)
Fএর দিয়ে G (level-6)
Gএর দিয়ে H (level-7)
এটার মানে হল আপনি H অর্থাৎ level 7 পর্যন্ত পৌছে যাবেন এবং কমিশন পাবেন।
কত কমিশন পাবেন?
যেহেতু আপনি A, তাই
B থেকে 50%
C, D, E, F থেকে 10%
G & H থেকে 5%
আর আপনাকে এই level 7 এ পৌছাতেই হবে। তাই আপনার SPONSOR ID দিয়ে যে একাউন্ট করবে তাকে পুরো ব্যাপার টা বুঝিয়ে দিন। কারণ সে যদি না বুঝে তাহলে আপনার loss.
*যদি আপনি প্রতিদিন ১-২ টা রেফার/জয়েন করেন তাহলে ২-৩ মাসের মধ্যে আপনি মাসে ১০০০০-২০০০০ টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এত রেফার কোথায় পাবেন? এর জন্য আপনি প্রতিদিন ফেইসবুক-এর সব গ্রুপে টিউন করুন। আপনার সব facebook, WhatsApp এর বন্ধুদের বুঝিয়ে বলুন এবং আপনার SPONSOR ID দিয়ে join করান।
কিভাবে টাকা তুলবেন?
আপনার যখন $50 হবে তখন আপনি টাকা তুলতে পারবেন। Payza, PayPal, INDIA BANK WITHDRAW এর মাধ্যমে।
★বি:দ্র:- Champcash নিয়ে A-Z বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে আছে এই ভিডিওটা দেখুন!
আমি আহম্মেদ তুষার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।