আমরা নির্ভরযোগ্যতার সাথে আপনাকে ফেসবুক ফ্যানপেইজ এবং আইডি ভেরিফাইড করে দিবো; ব্লুটিক ভেরিফাইড ব্যাজ এবং গ্রে টিক ভেরিফাইড ব্যাজ আইডি/পেইজ সম্পূর্ন আমাদের নিজস্ব হ্যাকিং পদ্ধতিতে ডুপ্লিকেট ডকুমেন্ট সাবমিট করে ভেরিফাই করে দিবো।
উল্লেখ্য পুরানো কোন পেইজে ভেরিফাই কার্যকর হবেনা তাই কেবলমাত্র নতুন পেইজেই ভেরিফাইড ব্যাজ যুক্ত করা সম্ভব হবে; অতএব আপনাকে নতুন পেইজে(আপনার মন মতো নামে পেইজের নাম হবে) এবং আমাদের নির্ধারিত ক্যাটাগরিতে আপনাকে ভ্যারিফাইড পেইজ দেওয়া হবে।
ব্লু টিক ব্যাজ ভেরিফাইড আইডি/পেইজ করতে সার্ভিস চার্জ মাত্র = ৩০০০ টাকা
উল্লেখ্য ফেসবুক পেইজ ভেরিফাই করে দেবার পরই পেমেন্ট নেওয়া হবে এবং প্রুফ দেবার পরই পেমেন্ট করবেন অতএব টাকা মার হওয়ার সম্ভাবনা নেই।
উল্লেখ্য কারো যদি আমেরিকান নাম্বার থাকে তবে সার্ভিস চার্জ নেওয়া হবে মাত্র ২৫০০ টাকা।
আগ্রহী হলে আপনি [email protected] এই এড্রেসে ইমেইলে অর্ডার করতে পারেন নয়তো https://m.facebook.com/Hacker-1469263676534641/ পেইজে মেসেজ করতে পারেন।
উল্লেখ্য প্রয়োজনে আমরা টেকটিউনস এর স্পনসারশীপ নিতে পারতাম তবে এটি খুব রিয়ার একটি ভার্নাবিলিটি তাই আমরা চাইনা এই বাগটা এতো দ্রুত ইমপ্রুভ হউক তাই কেবলমাত্র বিনিময় চুক্তিতেই আপনার পেইজ ভেরিফাইড করে দেওয়া হবে।
ধন্যবাদ
আমি আবির রাইহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।