ফরমেট অথবা ডিলিট হয়ে যাওয়া ফাইল উদ্ধার করুন

রিকোভারী সম্পর্কে অনেকে জানে আবার অনেকেই জানেন না।
আবার অনেকেই আছেন জানেন কিন্তু সঠিক রিকোভারী কি ভবে করতে হয় তা জানেন না। যার রিকোভারী সম্পর্কে একেবারেই জানেন না আমি তাদের জন্য রিকোভারী বেসিক কিছু আলোচনা করবো।
এখন কথা হল রিকোভারী ক?
ধরুন আপনার কম্পিউটার থেকে একটি জরুুরী ডুকুমেন্ট আপনি ডিলেট/ফরম্যাট করে দিলেন বা ভুলেম বসত ফরম্যাট/ডিলেট হয়ে গেল। কিন্তু ডুকুমেন্টি আপনার খুব দরকার। সেই ডুকুমেন্ট গুলো উদ্ধার করার জন্য যে
পদ্ধতি অবলম্বন করা হয় তাকে রিকোভারী বলা হয়।
রিকোভারী করার পূর্বে কিছু কথা:-
যারা রিকোভারী সম্পর্কে জানেন না বা জানেন কিন্তু কি ভাবে রিকোভারী করতে হয় তা জানেন না, আমি তাদের জন্য আজকে দেখাবো যে, কি ভাবে সহজ পদ্ধতিতে রিকোভারী করা যায়। আর প্রথমেই আমি একটা কথা বলে নিচ্ছি যে, এই নরমাল ভাবে রিকোভারী করে কিন্তু সব সময় সব ধরনের ডুকুমেন্ট উদ্ধার করা সম্ভব হয় না, আবার অনেক সময় দেখা যায়, যে খুব ভালো রিকোভারী হয়। আর এই সাধারন সফটয়্যার দিয়ে খুব ভালো রিকোভারী করতে হলে, অবশ্যই আপনার হর্ডিস্ক ভালো
হতে হবে। আমি নিজেই অনেক রিকোভারী করেছি এবং অন্য জনকেও করে দিয়েছি, আর এই রিকোভারী করতে গিয়ে আমার যে একটি অভিঞ্জতা হয়েছে বা আমার যেটা মনে হয়- যে হার্ডিস্কে যদি বেডসেক্টর থাকে বা হর্ডিস্ক দূর্বল থাকে, তাহলে ঐ হার্ডিস্কদিয়ে খুব ভালো রিকোভারী করা যায় না। কিন্তু এই সাধারন রিকোভারী করে অডিও, ভিডিও, ইমেজ, ওয়ার্ড, এক্সেল এ সমস্থ ফাইল গুলো খুব সহজেই পুনরুদ্ধার করতে পারবেন।
তাহেলে শরু করা যাকঃ-
রিকোভারী করার জন্য প্রথমে আপনাকে একটি রিকোভারী সফটয়্যার নামাতে হবে। রিকোভারী করার জন্য ইন্টারনেটে অনেক ধরনের ফ্রি সফটয়্যার পাওয়া যায়। কিন্তু সব সফটয়্যার দিয়ে খুব ভালো রিকোভারী করা যায় না। তাই আমি আপনাদেকে খুব ভালো(এই সফটয়্যার গুলো আমি নিজে ব্যবহার করি) দুটি সফটয়্যা নাম বলবো-

১) Recuva  -> Download 1  / Download 2

২. EasyRecovery Professional ->  Download 1 / Download 2

ডাউনলোড লিংকে ক্লিক করে কিছুক্ষন সময় অপেক্ষা করুন, তারপর ডাউনলোড অপসন আসলে ডাউনলোড করুন।
এখান থেকে যে সফটয়্যারটি আপনার ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদে Recuva Software টি ব্যবাহার করার জন্য বলবো। কারন এই সফটয়্যর দিয়ে রিকোভারী করতে অনেক কম সময় লাগে এবং খুব ভালো রিকোভারী হয়, আর আজ আমি শুধু Recuva Software নিয়েই বিস্তারিত আলোচনা করবো, তাই এই সফটয়্যারটি ব্যবহার করা জন্য বললাম। বাকি সফটয়্যা গুলো দিয়ে কি ভাবে রিকোভারী করতে হয় তা জানার জন্য আমার এই টিউটরিয়ালটি দেখুন__Continue Reading

Level 0

আমি মোস্তাফিজ আর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস