হউক অনলাইন বা অফলাইন যারা ব্যাবসায় করছেন বা করবেন তাদের জন্য

ছুটির সারাটা দিন বিভিন্ন জায়গায় গিয়েছি পন্যের ব্যাপারে কথা বলতে। আজকে ভালো একটা ধারনা পেয়েছি বিশেষ করে "চক বাজার" সম্পর্কে। ভালো ধারনা হচ্ছে: আমি ১০০% গেরান্টি দিয়ে বলতে পারবো, চক বাজারের সব কিছুই ০২ নাম্বার। রয়েছে কম দামে গহনা অরনামেন্টস, কসমেটিক্স, আরো অনেক কিছু। এক কথায় বলতে গেলে Bad Quality Products! আর এই ০২ নাম্বার পন্য গুলো আমাদের দেশের কিছু Online Shop এবং Facebook Shop থেকে বিক্রি হচ্ছে, এতে করে বিক্রেতারা লাল হয় আর কাষ্টমাররা কঁপাল চাপরায়। আমরা যারা ব্যাবসায় করছি বা করবো, হউক Online বা Offline, একটা কথা মনে রাখবেন, একজন কাষ্টমারের কারনে বড় বড় কম্পানি, প্রতিস্ঠান, এবং ব্যাবসায়িকরা বেচে আছি। আমি মনে হয় একটু বেশিই বলে ফেল্লাম, যাই হউক, আমি শুধু বুঝাতে চাচ্ছি একজন কাষ্টমার কতটা গুরুত্তপূর্ন। একজন কাষ্টমার খুশি মানেই কাষ্টমার বাড়বে, এবং কম্পানি, প্রতিস্ঠান, এবং ব্যাবসায়িকরা বেচে থাকবে ও আপনার ব্যাবসায় প্রসার হবে। আর একটা কথা শুধু মাত্র যাদের Online Shop আছে, পন্যের অরডার আসলে ফোন করে Confirm হউন কারন: একটু আগে এক ভাই সতর্কতা মূলক টিউন দিলো যে, অন্য কেউ তার মোবাইল নাম্বার দিয়ে পন্য অরডার করেছে, কিন্তু সে কিছুই জানে না। ভুল হলে ক্ষমা করবেন, ধন্যবাদ!

Level 0

আমি ওমর ফারুক সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো টিউন পড়ে।
তবে চকবাজারে সবই কি ২ নাম্বার?? তাহলে বিয়ের দাওয়াতে গিফট কিনতে সেখান হতে আইটেম কেনা যেতে পারে আইমিন খরচটাও কমবে আবার দাওয়াতের ভার আর ভুড়ি দুটোই একসাথে কমবে!
কেননা একজন মানুষ তো আর ২ বার বিয়ে করেনা; আর যারা ২ বার বিয়ে করে তারা অন্তত একই মানুষকে ২ বার দাওয়াত করবে না…!!

দুঃখিত অপ্রাসঙ্গিক টিউমেন্ট করায় ;একটু মজা করলাম। তবে অনলাইন বিজন্যেসে সবচেয়ে ভালো হয় রেপুটেডেট কোম্পানি হতে প্রোডাক্ট অর্ডার করা।

Thanks for comment অ্যানোনিমাস হ্যাকার ! আসলে আপনি আপনার নিজস্ব যা কিছু দরকার ক্রয় করুন কোন সমস্যা নেই । কিন্তু একজন ব্যাসায়িক যখন কোন কাষ্টমার ঠকায় তখন সেই কাষ্টমার কিন্তু অনলাইন শপ থেকে মুখ ফিরিয়ে নেয় । তখন সমস্যা কিন্তু একজন ব্যাবসায়িকের হলো না, গোটা অনলাইন ব্যাবসায়িকদের হলো । আপনার কথায় একমত যে: ভালো নাম করা কোন শপ থেকে অরডার করার জন্য । তবে যাদের শপ বর্তমানে ভালো নাম করা, তারা কিন্তু এক সময় নতুন ছিলো । আস্তে আস্তে বড় হয়েছে । এখন নতুন কোন শপকে যদি শাপোর্ট না দেওয়া হয় তাহলে বড় হবে কিভাবে ? তবে কথা একটাই, ভালো কিছু করতে হবে এবং ভালো সার্ভিস দিতে হবে ।

Again Thanks !