ছুটির সারাটা দিন বিভিন্ন জায়গায় গিয়েছি পন্যের ব্যাপারে কথা বলতে। আজকে ভালো একটা ধারনা পেয়েছি বিশেষ করে "চক বাজার" সম্পর্কে। ভালো ধারনা হচ্ছে: আমি ১০০% গেরান্টি দিয়ে বলতে পারবো, চক বাজারের সব কিছুই ০২ নাম্বার। রয়েছে কম দামে গহনা অরনামেন্টস, কসমেটিক্স, আরো অনেক কিছু। এক কথায় বলতে গেলে Bad Quality Products! আর এই ০২ নাম্বার পন্য গুলো আমাদের দেশের কিছু Online Shop এবং Facebook Shop থেকে বিক্রি হচ্ছে, এতে করে বিক্রেতারা লাল হয় আর কাষ্টমাররা কঁপাল চাপরায়। আমরা যারা ব্যাবসায় করছি বা করবো, হউক Online বা Offline, একটা কথা মনে রাখবেন, একজন কাষ্টমারের কারনে বড় বড় কম্পানি, প্রতিস্ঠান, এবং ব্যাবসায়িকরা বেচে আছি। আমি মনে হয় একটু বেশিই বলে ফেল্লাম, যাই হউক, আমি শুধু বুঝাতে চাচ্ছি একজন কাষ্টমার কতটা গুরুত্তপূর্ন। একজন কাষ্টমার খুশি মানেই কাষ্টমার বাড়বে, এবং কম্পানি, প্রতিস্ঠান, এবং ব্যাবসায়িকরা বেচে থাকবে ও আপনার ব্যাবসায় প্রসার হবে। আর একটা কথা শুধু মাত্র যাদের Online Shop আছে, পন্যের অরডার আসলে ফোন করে Confirm হউন কারন: একটু আগে এক ভাই সতর্কতা মূলক টিউন দিলো যে, অন্য কেউ তার মোবাইল নাম্বার দিয়ে পন্য অরডার করেছে, কিন্তু সে কিছুই জানে না। ভুল হলে ক্ষমা করবেন, ধন্যবাদ!
আমি ওমর ফারুক সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো টিউন পড়ে।
তবে চকবাজারে সবই কি ২ নাম্বার?? তাহলে বিয়ের দাওয়াতে গিফট কিনতে সেখান হতে আইটেম কেনা যেতে পারে আইমিন খরচটাও কমবে আবার দাওয়াতের ভার আর ভুড়ি দুটোই একসাথে কমবে!
কেননা একজন মানুষ তো আর ২ বার বিয়ে করেনা; আর যারা ২ বার বিয়ে করে তারা অন্তত একই মানুষকে ২ বার দাওয়াত করবে না…!!
দুঃখিত অপ্রাসঙ্গিক টিউমেন্ট করায় ;একটু মজা করলাম। তবে অনলাইন বিজন্যেসে সবচেয়ে ভালো হয় রেপুটেডেট কোম্পানি হতে প্রোডাক্ট অর্ডার করা।