ডাটা এন্ট্রি কাজ করে এত সহজে টাকা উপার্জন সত্যি ভাবা যায়না

অ্যাপস ব্যবহার করে আপনার অ্যানড্রয়েড মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের জন্য ডেস্কটপ ভার্সন সফ্টওয়্যার ব্যবহার করে টাকা উপার্জন করুন। এটি একটি সিম্পল ডাটা এন্ট্রির কাজ।

আগেই বলে নিচ্ছি এটি একটি ১০০% লিগ্যাল আর্নিং সাইট। প্রতি ১০০০ রি-ক্যাপচার জন্য ১.১০ ডলার থেকে ২.২০ ডলার পর্যন্ত পে করে থাকে।

কাজ শুরু করতে নিচের দেওয়া পদ্ধতি অনুসরণ করুন।

প্রথমে একাউন্ট ওপেন করতে এখানে ক্লিক করুন

এই রকম একটি পেইজ আসবে।

এবার নিচের দিকে স্ক্রল করুন

এখন “কাজ শুরু কর” লেখাতে ক্লিক করুন।

এবার উপরের চিত্রের ন্যায় একটি পেইজ আসবে।

“প্রবেশ করা” অংশে আপনার পছন্দ অনুযায়ী একটি ইউজার নেইম দিন।

“ই-মেইল” অংশে আপনার ই-মেইল আইডি দিন এবং “নিবন্ধন” বাটনে ক্লিক করুন।

এবার আপনার ই-মেইল এ একটি মেইল আসবে। মেইলে আপনার লগইন ইনফরমেশন (যেমন- পাসওর্য়াড) থাকবে।

এবার আপনার একাউন্ট এ লগইন করার জন্য এখানে ক্লিক করুন

ইউজার নেইম এবং পাসওর্য়াড দিয়ে লগইন করুন। লগইন করার পর নিচের চিত্রের মত একটি পেইজ আসবে।

(বি.দ্র. এটি আমার বর্তমান একাউন্ট স্ট্যাটাস)

ব্যাস আপনার একাউন্ট এখন কাজ করার জন্য একেবারে প্রস্তুত।

এবার লগ আউট হয়ে বের হয়ে যান।

এখন এখানে ক্লিক করে মোবাইল অ্যাপসটি ডাউনলোড করে আপনার অ্যানড্রয়েড মোবাইলে ইনস্টল করুন।

অ্যাপসটি ওপেন করলে  নিচের চিত্রের মত একটি ইন্টারফেইস আসবে।

এবার প্রথম ঘরে আপনার্‌ ই্উজার নেইম এবং দ্বিতীয় ঘরে আপনার পাসওর্য়াড দিয়ে লগইন করুন।

নিচের চিত্রের মত একটি পেইজ আসবে

প্রদত্ত ক্যাপচাটি টাইপ করে Validate বাটনে চাপলেই আপনার লগইন সম্পন্ন হবে।

সফলভাবে লগইন করার পর অ্যাপসটির সেটিং অংশ থেকে নিচের চিত্রের ন্যায় ক্যাপচা টাইপ পরিবর্তন করে নিতে হবে।

মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যাতে ক্যাপচা টাইপ পরিবর্তন হয়ে না যায়। সর্বক্ষণ ক্যাপচা টাইপ Recaptcha only রাখাটা জরুরী। Letter টাইপের কোন ক্যাপচা এন্ট্রি না দেওয়াই ভাল। এতে আপনার একাউন্ট ব্যান্ড হওয়া থেকে বাঁচবে।

এবার সেটিং অংশ থেকে বের হয়ে এসে Continue বাটনে প্রেস করুন। নিচের চিত্রের ন্যায় রিক্যাপচা আসতে থাকবে।

প্রত্যেকটি রিক্যাপচাতে ডিরেকশন দেওয়া থাকবে। সেই অনুযায়ী এন্ট্রি দিতে হবে। এই রিক্যাপচা এন্ট্রি দেওয়াই মূল কাজ।

System Load এবং RC Priority যখন বেশি থাকবে তখন খুব দ্রুত ক্যাপচা লোড হবে। মাঝে মাঝে RC Priority বৃদ্ধি পাওয়ার জন্য কিছু সময় নিবে। ধৈর্য ধরে অপেক্ষা করুন দেখবেন ক্যাপচা লোড হচ্ছে। যখন ক্যাপচা  লোড হওয়া শুরু হবে তখন শুধু আসতেই থাকবে। কিছু দিন নিয়মিত কাজ করলে ব্যাপারটা আপনি এমনিতেই বুঝে যাবেন।

কম্পিউটারে কাজ করতে তাদের ডেস্কটপ ভার্সনটি ডাউনলোড করে কাজ করুন। ডেস্কটপ ভার্সটি তাদের ওয়েব সাইটে Information Tab এ Download Application অংশে পাবেন।

আপনার উপার্যিত ব্যালেন্স চেক করতে ওয়েব ব্রাউজার দিয়ে আপনার একাউন্ট–এ লগইন করুন।

এবার বলবো কিভাবে আপনার টাকা উত্তলন করবেন।

টাকা উত্তলন করতে প্রথমে অবশ্যই সেটিং ট্যাব হতে অ্যাকাউন্ট সেটিং–এ গিয়ে একটি পিন কোড সেট আপ করতে হবে। কোন ভাবেই এই পিন কোডটি হারিয়ে ফেলা যাবে না। প্রতি বার টাকা উত্তলনের সময় এই পিন কোডটির প্রয়োজন পড়বে।

এবার Finance ট্যাব থেকে Withdraw বাটন এ ক্লিক করুন। নিচের পেইজ এর মত একটি পেইজ আসবে।

এবার “get money” বাটনে ক্লিক করুন। এবার নিচের চিত্রের ন্যায় বিভিন্ন পেমেন্ট মেথড শো করবে।

টাকা উত্তলনের জন্য আপনার সুবিধা মত পেমেন্ট মেথড নির্বাচন করুন।  এখন টাকা উত্তলনের সময় রিকুজিটস এর জায়গায় আপনার পেমেন্ট ওয়ালেটের ই-মেইল আডিটি দিন এবং পরবর্তীতে Pin code টি দিন। ব্যাস আপনার টাকা আপনার পেমেন্ট ওয়ালেটে চলে যাবে।

(আমি নিজে Payza তে টাকা উত্তলন করি এবং পরবর্তীতে তা ব্যাংকের মাধ্যমে হাতে পাই। যাদের Payza –তে একাউন্ট নেই তারা একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন)

মজার বিষয় হল এখান থেকে ১ ডলার হলেই টাকা ‍উত্তলন করা যায় এবং যে পেমেন্ট মেথড গুলোতে  Instant লেখা আছে তা থেকে টাকা উত্তলন দিলে তা সাথে সাথে আপনার পেমেন্ট মেথড ওয়ালেটে যুক্ত হয়।

টিউনটি কষ্ট করে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

[আপনাদের কাজের সুবিধার্থে কিছু পরামর্শ; বর্তমানে অ্যাপসটি হালনাগাদ করা হয়েছে। অ্যাপসটিতে ঢুকার সাথে সাথেই ক্যাপচা আসবে না। অ্যাপসটিতে কাজ শুরু করার সময় বিভিন্ন ডিসকাউন্ট ভ্যাল্যূ প্রদর্শন করে যেমন- ০%, ১০%, ২০%, ৩০%, ৪০% এবং ৫০%। প্রথমে ৪-৫ মিনিট ৫০% ডিসকাউন্ট এ কাজ করতে হবে। যখন দেখবেন RC Priority ১০০-১৪৫ এর মধ্যে হয়ে গেছে তখন ডিসকাউন্ট ১০% করে দিন। এতে আপনার আর্নিং রেট বৃদ্ধি পাবে একি সাথে নিরবিচ্ছিন্ন ভাবে ক্যাপচা আসতে থাকবে।

বি.দ্র. এ ধরনের কাজে আপনার মূল পূঁজি হচ্ছে আপনার ধৈর্য। ধৈর্য ধরুন সফলতা আসবেই।

যারা Payza তে টাকা উত্তলন করবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা-
Payza তে টাকা রিসিভ করলে Payza ‍২.৯+৩০ সেন্ট হারে ডলার রিসিভিং চার্জ কেটে নিবে। অর্থাৎ

ধরুন আপনি ১ ডলার আপনার Payza তে উত্তলন করলেন সে ক্ষেত্রে চার্জ কাটবে ১*২.৯+৩০=৩২.৯ সেন্ট। অর্থাৎ আপনার Payza অ্যাকাউন্টে জমা হবে ১০০-৩২.৯=৬৭.১ সেন্ট। আপনারা সবাই হয়ত জানেন যে

১০০ সেন্ট= ১ ডলার। যত বেশি ডলার আপনি লোড দিবেন তত আপনার সাশ্রয় হবে। যেমন ধরুন আপনি ১৫

ডলার আপনার Payza তে উত্তলন করলেন সে ক্ষেত্রে চার্জ কাটবে ১৫*২.৯+৩০=৭৩.৫ সেন্ট। অর্থাৎ

আপনার Payza অ্যাকাউন্টে জমা হবে ১৪ ডলার ২৬.৫ সেন্ট। যা আপনার জন্য সাশ্রয়ী। ]

Level 0

আমি sujon580। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস