আপনি হয়তো নিশ্চয়ই ভাবছেন আজকের দিনে "১ টাকা" দিয়ে কি কিচ্ছু হয়?
কথাটা এইবার এইভাবে ভাবুন "১ টাকা দিয়ে কি কি হয়?" তাহলেই আপনার দৃষ্টিভঙ্গির সাথে সাথে লাইফটাও বদলে যাবে সহজেই!
আমাদের প্রায় সবার মনেই একটা কুচিন্তা বাস করে "আমাকে দিয়ে কিচ্ছু হবেনা" এই কথাটি আগে মগজ থেকে তাড়িয়ে দিন তারপর ফ্রেশ মাইন্ডে লেগে পড়ুন নিজের ক্যারিয়ার তৈরি করতে; মনে রাখুন "ক্যারিয়ার তৈরী করতে কোটি কোটি টাকা লাগেনা; আপনার মাথার সজীব নিউরনগুলাই আপনাকে সফলতা এনে দিতে পারে। "
এইবার একটা কঠিন প্রশ্ন হলো "আপনি কি করবেন?"
সবার আগে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে চিন্তা করুন(দুঃশ্চিন্তা নয়) আপনার কোন দিকে মেধা এবং আগ্রহ আছে?
এই যেমন আপনি কবিতা লিখতে পারেন নাকি কোডিং জানেন?
আপনি গল্প লিখতে পারেন নাকি গান গাইতে পারেন?
সফটওয়ার তৈরী করবেন নাকি সোস্যাল মার্কেটিং শিখবেন ইত্যাদি ইত্যাদি.?
যদি আপনি গল্প কিংবা কবিতা লিখতে পারেন তবে এক বিকাল কফি মগে ডায়েরীর পাতায় লিখে ফেলুন আপনার কবিতা/গল্পটি.একদিনেই যে আপনার হাজার হাজার ভক্ত পয়দা হবে কিংবা আপনি সেলিব্রেটি হয়ে যাবেন এমনটা নয়; তবে ধীরে ধীরে কলমের ধার বাড়তে থাকলে আপনার জনপ্রিয়তা বাড়তে আর কতোক্ষন?
আচ্ছা কে পড়বে আপনার কবিতা/ গল্প এইটা ভাবছেন তো?
আরে মশাই.ইন্টারনেটের জগতে ফেসবুক ছাড়াও শত শত মিডিয়া আছে যেখানে আপনি আপনার লেখা লিখে লেখক বনে যেতে পারবেন।
তবে সময়োপযোগী এবং হৃদয়স্পর্শী লেখনী লিখলে খুব তাড়াতাড়ি সাড়া পাবেন.হয়তো কালকের দিনের নব্য শরৎ বাবু আপনার ভেতর উকি দিচ্ছে!
কোডিং শিখে কিংবা সফটওয়ার তৈরী করে আপনি বাসায় হাফপ্যান্ট পড়েও ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারেন। শুধুমাত্র আপনার অদম্য চেষ্টা আর একটানা আগ্রহ থাকলেই কঠিন কঠিন কমান্ড কোডিং-ই আপনার দ্বারা পসিবল যদিনা আপনি ইমপসিবল=আই অ্যাম পসিবল ভাবতে পারেন!
ওয়েবসাইট তৈরী করে তা হতে ইনকাম করার স্বপ্ন আমাদের প্রায় সবারই আছে.বাসায় বসে ডলার কামানোর সাধ তো সহজ কথা নয়! কিন্তু আমাদের প্রথম বাধাই হলো (১) ডোমেইন এবং হোস্টিং কেনার খরচ আর (২) গুহল বাবু যদি এডসেন্স না দেয়?
দেখুন "ফ্রি মানেই ফায়দা" জিনিসটাকে কাজে লাগাতে শিখুন। আজকাল গুগল খুঁজেই আপনি এমনি বহু ফ্রি হোস্টিং সাইট পাবেন যেখান থেকে ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারবেন। আবার চাইলে ব্লগস্পট দিয়েও নিজের একখানা খাসা ব্লগসাইট তৈরী করতে পারেন।
এইবার গুগল এডসেন্সের ভরসা রেখে অন্যান্য এডভারটাইজমেন্ট রিভিনিউ সাইট হতে সহজেই নিজের সাইটে এড বসিয়ে টাকা কামাতে পারবেন। আমি এখানে প্রোমোটিং করতে আসিনি তবুও সকলের বোঝার সুবিধার জন্য বলছি এমনি বিশ্বস্ত একটা সাইট হলো "রিভিনিউহিটস" যারা আপনার ওয়েবসাইটে এডভারটাইজ করে আপনার বাসায় টাকা পৌছে দিবে সত্য সত্যই।
এইবার আপনাকে শুধু ইউনিক আর্টিকেল লিখে ভিজিটরের নজর আর ভালোবাসা কাড়তে হবে এতোটুকুই.এইটুকু পারবেন তো?
আবার আজকের দিনে সফল বিজন্যেসম্যান চাইলে আপনার যেকোন একটা ইনভেস্ট থাকতেই হবে (১) লিক্যুইড মানি অর্থাৎ টাকা কিংবা (২) সলিড ইমেজ।
আমি বুয়েটের এমন একজন সিভিল ডিপার্টমেন্টের প্রফেসরকে চিনি (নাম বলছি না) যাকে ডেকে এনে কোম্পানির চেয়্যারম্যান বানানো হয়েছে যদিও সেখানে তার প্রইমারী ইনভেস্টমেন্ট ছিলো ০ টাকা। অর্থাৎ আপনার সলিড ইমেজ/ পারসোনালিটিই পারে আপনাকে একজন সফল বিজন্যেসম্যান বানাতে. ব্যাবসা করতে ব্যাংকিং লোন নয় বরং লজিক আর একটু লিজেন্ডারি মাইন্ড থাকলেই হবে।
আচ্ছা অনেকক্ষণ তো বকবক শুনলেন; এইবার যদি পুরো লেখা পড়ে আপনি ভুলে যান তবে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না;আপনাকে এখনই- হ্যা এক্ষুনি নিজেকে প্রস্তুত করতে হবে কালকের সফলতার জন্য।
আর ১ টাকা?
প্রতিদিন যদি আপনি মাত্র ১ টাকা করেও জমাতে থাকেন তবে ঐ ১ টাকাতেই আপনার কপাল খুলবে;কেননা কপাল ভাগ্যে নয় বরং মাথার জ্ঞান আর লিজেন্ডারি লজিকে বাঁধা আছে!
আমি এ্যানোনিমাস হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।