নিজের লাইফে কে না সফল হতে চাই?
একজন বিলগেটসের মতোন ঐরমক ধনী মানুষ কিংবা গ্লামারে সাজানো স্মার্ট লাইফের লোভ থাকাটা নিশ্চিত পাপ তো নয়; কিন্তু সফলতা এতোটা সহজ নয় যে রাত পোহালেই আপনি সেলিব্রেটি হয়ে যাবেন কিংবা কাড়ি কাড়ি টাকা আপনার সামনে হাজির হয়ে যাবে.আপনাকে নিজেই নিজের লাইফটাকে বদলাতে হবে যেন সফলতার সোনার হরিণের পিছে আপনি নন বরং হরিণটাই দৌড়ে আপনার পায়ে চুমি দিতে আসে!
আপনাকে সহজ কিছু সূত্র মনে রাখতে হবে এবং সেগুলি নিজের জীবনে প্রয়োগ করতে হবে তাহলেই দিনে দিনে আপনি সফল হতে পারবেন.
(১) দিনের বেশীরভাগ সময় কাজ করুন এবং যতো দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ুন; অর্থাৎ খুব দ্রুত ঘুম হতে উঠার চেষ্টা করুন যেন ভোরের মিষ্টি হাওয়া মিস না হয় আবার রাতের পরিপূর্ণ ঘুম আপনাকে পূর্ন বিশ্রাম দিতে পারে।
(২) মনের মাঝে ইগো পুষে রাখবেন না; অর্থাৎ ছোট কাজ/বড় কাজ বলে কিচ্ছু নেই। লাজ সরমের সংকীর্ণতা ছেড়ে "কর্মই সফলতার ধর্ম" কথাটা মাথাতে এবং মনে গেথে নিন।
(৩)ইন্টারনেট'কে নিজের হাতিয়ার তৈরী করে নিন; কেবলমাত্র গান/মুভি দেখার জন্যই ইন্টারনেট নয় বরং সৃজনশীল কিছু শেখা এবং নিজের শিক্ষাটা অপরের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ইন্টারনেট ব্যবহার করুন।
(৪)বই কে বন্ধু হিসেবে গ্রহন করুন; মন খারাপের সময় আপনার মনটাকে ফ্রেশ করতে বই এর মতোন বন্ধুর জুড়ি নেই অতএব বই পড়ার অভ্যাস তৈরী করুন।
(৫)নিজের কল্পনার জগত বিস্তৃত করতে শিখুন; আপনার আজকের দিবাস্বপ্ন'ই হয়তো কালকে আপনার স্বপ্নীল ভবিষ্যত সাজিয়ে দিবে সত্যি সত্যিই.অতএব "আমাকে দিয়ে কিচ্ছু হবেনা" এই জাতীয় বিশ্বাস রেখে স্বপ্ন দেখতে শিখুন।
(৬) সঞ্চয় করতে শিখুন; প্রতিদিন ১ টাকা করে হলেও সেটা জমানোর চেষ্টা করুন.এই ১ টাকাই যেমনি ৯৯ টাকার পরিপূরক হয়ে ১০০ টাকা তৈরি করে তেমনি আপনার ক্ষুদ্র সঞ্চয়'ই একদিন বৃহৎ ভবিষ্যতের পথেয় হয়ে দাড়াবে।
(৭) সর্বোপরি নিজের উপর বিশ্বাস রাখুন; "আপনিই পারবেন" এই কথাটি আগে নিজে বিশ্বাস করুন এবং মনোবল রেখে সামনের দিকে এগিয়ে চলুন. সফলতা সর্বদাই সামনে থাকে;পিছের দিকে পিছুটান আপনাকে নরকে টেনে আনে!
আমি এ্যানোনিমাস হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।