গ্রামিনফোন নিয়ে এলো সম্পুর্ন একটি নতুন প্যাকেজ স্কীটো। এটা অন্যন্য প্যাকেজ আর সিম থেকে কেনো আলাদা সর্বপ্রথম এটা বলি। তারপর এটার সুযোগ সুবিধা টা কোথায় তা বলব
প্রথমেই normally sim এ balance চেক করতে *566# ডায়াল করলে আসে কিন্তু এখানে এটা ডায়াল করলে আসবে না। এই সিম এর system এ সব ussd code গুলোই আলাদা।
দ্বিতিয়ত সিম টিতে recharge করতে হলে কোনো দোকানে গিয়ে আপনি নাম্বার দেওয়ার পর এটাও mention করতে হবে যে আপনার সিমটা গ্রামিনফোন স্কিটো সিম। তাছাড়া রিচার্জ আসবে না। এটা রিচার্জ এর কোড টাই আলাদা।
তৃতিয়ত গ্রামিনফোনে যেমন normaly বন্ধু প্যাকেজ থেকে নিশ্চিন্ত প্যাকেজে যাওয়া যায় এরকম বিভিন্ন প্যাকেজে মাইগ্রেট করা যায় তেমন গ্রামিন ফোন থেকে আপনি এটাতে মাইগ্রেট করতে পারবেন না। আপনাকে আলাদা করে সিম টি কিনতে হবে। যেকোনো গ্রামিনফোন কাস্টমার কেয়ারে গেলেই পেয়ে যাবেন সিম টি
বিস্তারিত জানতে ভিডিও টি দেখুন
আমি মোঃ আতিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।