নিজেই বানিয়ে ফেলুন মিনি ফ্রিজ খুব কম খরচে ১০০ কাজ করে

খুব কম খরচে আপনি ‍ও বানাতে পারবেন একটি মিনি ফ্রিজ। এটি বানাতে ৪ টি জিনিস যা আপনাকে কিনতে হবে এগুলো হলো:  ১. Peltier cooler এর কাজ হলো ঠান্ডা ও গরম দুটিই এর একপাশে ঠান্ডা অপর পাশে গরম হয়। এটি বাজারে কিনতে পাওয়া যায়  ২৫০, ৩০০, ৩৫০.৪০০, ৫০০ বিভিন্ন দামে। ২. thermal paste এটি ও ৫০-১৫০-৩০ এর মধ্যে হয়ে যাব। ৩. 12 v, 10 A power supply: এটি আপনি বানাতে পারেন আপনার থাকলে ওকে অথবা দেশি বিদেশি ই কমার্স সাইট থেকে কিনতে পারেন। ৪. সি পি ইউ কুলিং ফ্যান এটি ৩০০-১০০০-১৫০০-২০০০ে এ হয়ে যাবে। বাকি যা থাকে তা হলো ডেকোরেশন এটি আপনি আপনার মত করতে পারবেন। তবে থার্মোকোল ব্যবহার করা যেতে পারে কারণ এটি তাপ বের হতে বা প্রবেশ করতে ভালোভাবে বাধা দিতে পারে। কিভাবে বানাবেন? তা লিখে বলা যাবে না তাই কষ্ট করে নিচের ভিডিও টি দেখে নিন। তারপর ও কোন প্রশ্ন থাকলে কমেন্টস করুন। সাধারনত ৩ -৪ ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে।

টিউনস এর ভল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ
previous tunes: https://www.techtunes.io/edutunes/tune-id/478883

Level 0

আমি ফয়সাল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস