বর্তমানে লক্ষ্য করলে দেখা যায় অনেকেই Wireless Mouse এবং Keyboard ব্যবহার করে, বিশেষ করে যারা Laptop ব্যবহার করে। আর এটার সুবিধা অনেক বেশী তা আমরা সবাই জানি, যেমন ইচ্ছা করলে একটু দূরে থেকেও কাজ করা যায়, আর স্মার্ট দেখা যায়, ইত্যাদি সুবিধা আছে। এখন কথা হল এটা যে ব্যাটারির সাহায্যে চলে থাকে অনেকের কাছ থেকে জানা গেছে, তার Wireless Mouse এর ব্যাটারির চার্জ মাত্র ১০ দিন যায়, আবার অনেকে বলে ১৫, ২০, ৩০ দিন ও যায়। এটা নির্ভর করে যার যার চালানোর উপরে, তাই আজ আমি শেয়ার করব কি ভাবে Wireless Mouse এবং Keyboard এর ব্যাটারির চার্জ দির্ঘ সময় ধরে রাখবেন। আমি নিজেও একটি Wireless Mouse 'A4tech' এর ব্যবহার করি। আমারটার চার্জ সাধারণত ১৫-২০ দিন যায়। নিম্নে লিখিত কিছু বিষয় মেনে চলে আমার ব্যাটারির চার্জ এখন অনেক বেশী যায়।
Wireless Mouse এর ব্যাটারির চার্জ দির্ঘ সময় ধরে রাখবেন
প্রথম নিয়মটি বেশ কার্যকরী। টিপস কাজের মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন, নিচেই শেয়ার বাটন।
আমি ফয়সাল ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।