‘টিবি১৪৫’ নামে বিশাল আকৃতির এক গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে নিশ্চিত করেছেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র বিজ্ঞানীরা। মাথার খুলির মতো দেখতে মহাকাশে পাওয়া গেছে এক ভয়ঙ্কর গ্রহাণু! সম্প্রতি প্যান-স্টারস টেলিস্কোপে ৭০০মিটার চওড়া এই গ্রহাণুটি দেখে ঘাবড়ে গেছেন বিজ্ঞানীরা। এই বিশেষ গ্রহাণুটির নাম হলো ‘টিবি ১৪৫’।
বিজ্ঞানীরা জানিয়েছেন, টিবি১৪৫ নামের ওই গ্রহাণুটি পৃথিবী থেকে আর মাত্র ৪৮ লক্ষ মাইল দূরে রয়েছে। প্রতি সেকেন্ডে ৩৫ কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকা ওই গ্রহাণুটি যে কোনো সময় পৃথিবীর সাথে ধাক্কা লাগতে পারে।
জানা যায়, পৃথিবীর সঙ্গে চাঁদের যে দূরত্ব রয়েছে। এই গ্রহাণুটি সেই দূরত্বেই অবস্থান করবে। মহাকাশচারীরা জানিয়েছেন, এই গ্রহাণুটি তার নিজস্ব কক্ষপথে ২.৯৪ ঘণ্টায় ঘুর্ণন সম্পন্ন করে থাকে। গবেষকরা এখন এই গ্রহাণুটি নিয়ে আরও গবেষণা চালাচ্ছেন। আরো জানতে এখানে ক্লিক করুন
আমাদের আরো অজানা ভিডিও দেখার জন্য আমাদের চ্যালেনটি ঘুরে আসতে পারেন Tech and Legend
আমি টেক লেজেন্ট। Menager, Self employ, Rangpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।