কম্পিউটারে ইংরেজি শব্দের বাংলা অর্থ পান ডিকশনারি খোলা ছাড়াই

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আসছালামু আলাইকুম

কেমন আছেন সবাই?
আশা করি ভাল আছেন।
ইংরেজী শিখা নিয়ে একটি টিউন, চলুন সরাসরি পোষ্টে যাই.

প্রায়ই আমাদের ইন্টারনেটে ইংরেজী আর্টিকেল অথবা pdf বই পড়তে হয়। অনেক অপরিচিত শব্দ চোখের সামনে চলে আসে।
মনে মনে ভাবি যে এর বাংলা অর্থটা যদি জানতে পারতাম।
আর বার বার ডিকশনারি বের করে টাইপ করে অর্থ বের করাটাও বেশ ঝামেলার।
তবে আপনি চাইলে শুধু ইংরেজি শব্দ কপি করেই বাংলা অর্থ পেতে পারেন।
এজন্য ব্যবহার করুন ৫২ বাংলা ডিকশনারি।

এতে আছে-,

* শব্দ কপি করেই বাংলা অর্থ
* দ্রুত সার্চ করার সুবিধা
* একাধিক শব্দ কপি করে একাধিক বাংলা অর্থ
* ১ লক্ষেরও বেশি শব্দের অর্থ (১, ১১, ৮০৮)
* যে কোন টেক্সট ফিল্ডে টাইপ করে বাংলা অর্থ
* শুধু শব্দ সিলেক্ট করে বাংলা অর্থ

ব্যবহার নির্দেশিকাঃ-

52 bangla dictionary

সাধারনত ডিকশনারির সবগুলি ফিচার বন্ধ থাকে (সার্চ বাদে)
উইন্ডোজ এর সিস্টেম ট্রে থেকে ৫২ বাংলা ডিকশনারির আইকনটিতে ডান বাটন ক্লিক করে *Clipboard চালু করুন,
এখন ইংরেজী শব্দ কপি করুন তাহলেই নোটিফিকেশন আকারে বাংলা অর্থ পাবেন।

অতিরিক্ত আরও কিছু পদ্ধতি/সুবিধা আছে। সবগুলি নিচে দেখুন -

ইনপুট পদ্ধতিসমূহ (৫)

১. শব্দ কপি করে (*Clipboard)
২. সার্চ বক্সে টাইপ করে (Search Word)
৩. যে কোন টেক্সট ফিল্ডে টাইপ করে (*As You Type)
৪. শুধু শব্দ সিলেক্ট করে (*Auto Copy)
৫. একাধিক শব্দ কপি করে (*Multi-words)

১. শব্দ কপি করে (*Clipboard)

ইংরেজী শব্দের বাংলা অর্থ পেতে শুধুমাত্র ইংরেজী শব্দটি কপি করুন
(বিঃদ্রঃ- *Clipboard এ টিক চিহ্ন দিন/চালু রাখতে হবে)

২. সার্চ বক্সে টাইপ করে (Search Word)

সিস্টেম ট্রে থেকে ৫২ বাংলা ডিকশনারির আইকনটিতে মাউসের বাম বাটনে ক্লিক করলে সার্চ করার জায়গা পাবেন।
IDOMS ও এখানে সার্চ করতে পারেন। যেমন - bit by bit

৩. যে কোন টেক্সট ফিল্ডে টাইপ করে (*As You Type)

যে কোন টেক্সট ফিল্ডে ইংরেজী টাইপ করার সময় বাংলা অর্থ দেখা যাবে।
যেমন,
ফেসবুক চ্যাট, নোটপ্যাড, মাইক্রোসফ্ট ওয়ার্ড ইত্যাদি
(বিঃদ্রঃ- *As You Type এ টিক চিহ্ন দিন/চালু রাখতে হবে)

৪. শুধু শব্দ সিলেক্ট করে (*Automatic Copy)

শুধুমাত্র ইংরেজী শব্দ সিলেক্ট করে বাংলা অর্থ দেখা যাবে
(বিঃদ্রঃ- Auto Copy এ টিক চিহ্ন দিন)
(বিঃদ্রঃ- ব্যবহার হয়ে গেলে অবশ্যই এই ফিচার অফ রাখুন)

5. একাধিক শব্দ সিলেক্ট করে/মাল্টিওয়ার্ড (*Multi-words)

এটি এই ডিকশনারির অনন্য বৈশিষ্ট!
এর মাধ্যমে আপনি একই সাথে একাধিক ইংরেজী শব্দের একাধিক বাংলা অর্থ পেতে পারেন
Multi-words অন রেখে ইচ্ছেমত একাধিক শব্দ নির্বাচন (সিলেক্ট) করুন।
তাহলেই একটি অতিরিক্ত ফর্ম এর মাধ্যমে নির্বাচনকৃত (সিলেক্ট) শব্দগুলোর বাংলা অর্থ পাবেন।
শব্দের/ফর্মের উপর বাম ও ডান মাউস ক্লিকের মাধ্যমে মাল্টিওয়ার্ড বিষয়ক আরো কিছু অপশন/সুবিধা পাওয়া যাবে

(বিঃদ্রঃ- *Multi-words এ টিক চিহ্ন দিন/চালু রাখতে হবে)
(বিঃদ্রঃ- *Clipboard এ টিক চিহ্ন দিন/চালু রাখতে হবে)

>> কমান্ড লাইন (অতিরিক্ত টুল)
দ্রুত কোনো কিছু লিখতে এটি আপনাকে সাহায্য করবে,
এটি প্রোগ্রামারদের বেশি সাহায্য করতে পারে,
ধরুন আপনি সি প্রোগ্রামিং এর লুপ এর একটি প্রোগ্রাম লিখতে চাচ্ছেন,
এজন্য লিখুন.c.loop এবং স্পেচ চাপ দিন

তাহলে ফলাফলে আসবে
#include <stdio.h>
int main()
{int n = 1;
while(n <= 10) {printf("%d\n", n);
n++;}
return 0;}

(বিঃদ্রঃ- *Command Line এ টিক চিহ্ন দিন/চালু রাখতে হবে)

প্রক্রিয়াধীন অবস্থায়, তাই অল্প কিছু কমান্ড যোগ করা আছে
উদাহরন হিসাবে কয়েকটি ব্যবহার করা হয়েছে
নিজস্ব কমান্ড যোগ করার জন্য অ্যাপ্লিকেশন ফোল্ডারে গিয়ে plugins>commands এ যোগ করুন

>> টিপস
* একটি শব্দ নির্বাচন করতে শব্দের উপর ডাবল ক্লিক করুন
* একটি প্যারাগ্রাফ/একাধিক শব্দ নির্বাচন করতে শব্দের উপর তিনটি ক্লিক করুন
* প্রতিটি ফিচার ব্যবহারের সময় তা অন করতে টিক চিহ্ন দিন ব্যবহার শেষে বন্ধ রাখতে টিক চিহ্ন উঠিয়ে দিন।
* তারকা চিহ্নিত ফিচারগুলি বুলিয়ান মান যা শুধু চালু ও বন্ধ করতে ব্যবহৃত হচ্ছে।
* সিস্টেম ট্রের আইকনে বাম বাটন সার্চ ও ডান বাটন মেনু নির্দেশ করে
* ক্লিপবোর্ড এ টিক দেওয়া না থাকলে কোনো কপির বাংলা অর্থ দেখাবে না
* দ্রুত সার্চ করার সুবিধার্থে ডিকশনারির আইকনটি টেনে নিচে আনুন।

>> সাপোর্ট
সকল উইন্ডোজ অপারেটিং সিস্টেম
(পরীক্ষিত - উইন্ডোজ ১০, ৭)

ডাউনলোডঃ-
সাইজঃ ১.৪৫ এমবি
Download

ভাল লাগলে টিউমেন্ট করে জানাবেন!
ধন্যবাদ।

Level 0

আমি abdur razzak। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নাইস টিউন করেছেন । আপনার আগের সফটওয়্যার আমি ইউস করেছি।কিন্তু এইট আপডেট ভার্শনটা আগের তুলনায় অনেক ভাল হয়েছে।

    মন্তব্যর জন্য ধন্যবাদ

জটিল জিনিস।
Android এ এমন Dictionary আছে যা clipboard এ কপি থাকা word টি Notification এর মাদ্ধমে অর্থসহ জানিয়ে দেয়। কিন্তু PC তে এটা নতুন এবং খুবই কাজের জিনিস।
তবে একটা কথা, 52 Bangla Dictionary সাইজ এতো ছোট মাত্র 1.5MB !!!!!!!!!!
ডিকশনারী ডাটাবেজ এ আরো শব্দ যোগ করা প্রয়োজন।
আশা করি, ডিকশনারি ডাটাবেজ আরো বড় করবেন। ধন্যবাদ।

    কমেন্ট ও পরামর্শের জন্য ধন্যবাদ
    সময় পেলে পরবতী ভার্সনে ডেটাবেজ বড় হবে

    আসলে নিজের প্রয়োজনে ২-৩ বছর আগে এটির কোড লিখেছিলাম
    তাই একটু ঘষামাজা করে এই প্রথম শেয়ার করলাম