‘বিশ্বসেরা ডগ ফাইটার ইউরো ফাইটার টাইফুন’

ফাইটার সিরিজ ৫: ইউরোফাইটার টাইফুন (Eurofighter Typhoon)

প্রতিটি দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিমান বাহিনীর গুরুত্ত অপরিসীম। শত্রু দেশের বিমান  আক্রমন মোকাবেলা এবং  প্রতি আক্রমনের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষাকল্পে প্রতিটি দেশের নিজস্ব বিমান বাহিনী থাকা আবশ্যক। আজকের পর্বে থাকছে ইতিহাসের বিধ্বংসী যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন।  ইউরোফাইটার টাইফুন বিশ্বে নতুন বের হওয়া অত্যাধুনিক ফাইটারগুলোর মধ্যে অন্যতম। এটি ইংল্যান্ড, জার্মানী, ইতালী ও স্পেনের একটি যৌথ প্রজেক্ট। এটা বিশ্বের ২য় দামী ফাইটার বটে। ইউরোফাইটার টাইফুন একটি মাল্টিরোল ফাইটার। তবে একে মূলত এয়ার টু এয়ার এ্যটাকের জন্যই অপ্টিমাইজ করা হয়েছে সাথে সেকেন্ডারি এয়ার টু গ্রাউন্ড এ্যটাক ব্যাবস্থা রাখা হয়েছে।

ইউরোফাইটারের প্রথম প্রোটোটাইপ আকাশে ওরে ১৯৯৪ সালে। প্রথম প্রডাকশন মডেল আসে ২০০৩ সালে এবং সেইথেকে ইংল্যান্ড, জার্মানী, ইতালী ও স্পেন এই ৪ দেশের সার্ভিসেও আসা শুরু হয়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ঐতিহ্য অনুসারে ইউরোফাইটার টাইফুন ডেল্টা উইং ডিজাইনের। এটি ২ ইন্জিন বিশিষ্ট। এতে উন্নত Glass cockpit ব্যবহার হয়েছে। এর বডি তৈরিতে ব্যবহার হয়েছে carbon-fibre composites, glass-reinforced plastic, aluminium lithium, titanium and aluminium casting। পাইলটের কন্টোল সিস্টেম voice throttle and stick system (VTAS)। এখানে ভয়েস কমান্ডের অপশন আছে যার সাহায্যে অনেক সেকেন্ডারী কাজ ভয়েস কমান্ডের সাহায্যে করা যায়।

এখন আসি পারফর্মেন্সের কথায়। ইউরোফাইটার টাইফুনের সর্বোচ্চ গতি উচ্চতায় ম্যাক 2+ বা 2, 495 km/h। সী লেভেলে সর্বোচ্চ গতি Mach 1.2। রেন্জ ২৯০০ কিলোমিটার। এয়ার সুপিরিউরিট মিশনের জন্য ম্যানুভারিটির দিকে লক্ষ রাখা হয়েছে। যদিও Su-35 / 37 থেকে বেশি ম্যানুভারেল নয় তবে বর্তমানের অন্য বেশিরভার ফাইটার থেকে ম্যানুভারিটিতে দক্ষ। ইউরোফাইটার কোম্পনীর দাবি অনুযায়ী ইউরোফাইটার আমেরিকার F22 থেকে বেশি দক্ষ এবং যুদ্ধে F22 কে পরাজিত করতে পারবে। এর টার্ন রেট ও এঙ্গেল অফ এটাক ভাল।

ইউরোফাইটার টাইফুনে অস্ত্র হিসেবে আছে জার্মানীর Mauser BK-27 ২৭ মিলিমিটার কামান। এছারা ১৩ টি হার্ডপয়েন্টে ৭৫০০ কেজির অস্ত্র বহন করা যায়। এর মধ্যে আছে সর্ট রেন্জ / লং রেন্জ এনটি এয়ার ক্রাফট মিসাইল, এন্টি শিপ ক্রুজ মিজাইল এবং লেজার গাইডেড বোমা।

বৈমানিক : ১ বা ২ জন

দৈর্ঘ্য :১৫.৯৬ মিটার

উচ্চতা : ৫.২৮ মিটার

• খালি অবস্হায় ওজন :১১০০০ কেজি

• বোঝা ভরা অবস্হায় ওজন :১৫৫৫০কেজি

• সর্বোচ্চ টেক অফ ওজন :২৩৫০০ কেজি

• শক্তির উৎস :২টি Eurojet EJ200 আফটার বার্নিং টার্বো ফ্যান

• সর্বোচ্চ গতি : উচ্চতায়-২৪৯৫ কিঃমিঃ/ঘন্টা(Mach 2+)

Level 0

আমি মার্স টেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস