অ্যান্ড্রয়েড ফোনের জন্য কয়েকটি টিপস

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন। এখন আমরা বেশিরভাগই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি। আজ আমি অ্যান্ড্রয়েড ফোনের জন্য কয়েকটি টিপস শেয়ার করব। যা আপনাদের আশা করি কাজে লাগবে।

আমাদর অনেকের স্মার্টফোনের ডিসপ্লেতে আমরা সারাদিন একই ধরনের ব্রাইটনেস দিয়ে থাকি। যেখানে পর্যাপ্ত আলো রয়েছে সেখানে কম ব্রাইটনেসেও কাজ করা যায়। তাই সেখানে ব্রাইটনে কম রাখাই উত্তম। আবার সূর্যের আলোতে কম ব্রাইটনেসে ডিসপ্লে দেখা যায় না। সেক্ষেত্রে ব্রাইটনেস বাড়িয়ে নিলে দেখতে সুবিধা হয়। আবার ঘরের ভেতর চলে আসলে ব্রাইটনেস কমিয়ে নিলে ফোনের ডিসপ্ল এবং ব্যাটারি দুটোই ভালো থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে ৩০ থেকে ৪০ শতাংশতে মোবাইল ব্রাইটনেস রাখা ভালো। তাই  সবসময় ব্রাইটনেস এই ক্যাটাগরিতে রাখার চেষ্টা করুন

অ্যামোলিড স্ক্রিন:

স্মার্টফোনের জনপ্রিয় ডিসপ্লের মধ্যে অ্যামোলিড স্ক্রিন বেশ এগিয়ে রয়েছে। তবে অ্যামোলিড ডিসপ্লে যেহেতু একটি উজ্জ্বল ডিসপ্লে তাই ওয়ালপেপার পছন্দের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। কালো রঙের ওয়ালপেপার ব্যবহার করা উত্তম। এতে ব্যাটারি ব্যবহার খরচ কম হবে।

 অ্যাপস শর্টকাট:

গুগল প্লে স্টোর থেকে নতুন অ্যাপ ডাউনলোড করার সময় শর্টকাট আইকন তৈরি হয়ে থাকে হোমস্ক্রিনে। গুগল প্লে অ্যাপের মেনু থেকে সেটিংসে গিয়ে শর্টকাট বন্ধ করে দিন

সাইলেন্ট মুড:

ঘুম বা আরামের সময় ফোনকল, মেসেজ বা অ্যালার্ট সিস্টেম সাইলেন্ট করে রাখুন। অ্যান্ড্রয়েড ফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড নামের একটি মোড রয়েছে, যা সেট করে রাখলে আর বিরক্তি আসবে না। সেটিংসে গিয়ে সাউন্ডস সেটিংসে এ ফিচার চালু করতে পারেন অথবা সাইলেন্ট মুড ও ব্যবহার করতে পারেন ভলিউম কি ব্যবহার করে।

স্কিন লক:

আপনার স্মার্টফোনে টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে। তাই পকেটে থাকলেও অনেক সময় কল চলে যেতে পারে। বার বার পাওয়ার অন অফ বাটন চেপে ফোন লক করলেও ঐ বাটনের জন্য ক্ষতি। তাই স্ক্রিন লক অপশন ব্যবহার করতে পারেন। ফোনে না থাকলেও গুগল প্লে সেন্টারে এ ধরনের অ্যাপস রয়েছে অনেকগুলো। ডাউনলোট করে ব্যবহার করা শুরু করুন। আশা করি বুঝতে পেরেছেন। এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। এরকম আরো নিত্যনতুন টিপস পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।

প্রশ্ন করে এবং উত্তর দিয়ে অবসর সময় টাকা আয় করতে চাইলে visit here  http://www.nirbik.com

Level 1

আমি ফাহিম ফারহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস