প্রতিটি দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিমান বাহিনীর গুরুত্ত অপরিসীম। শত্রু দেশের বিমান আক্রমন মোকাবেলা এবং প্রতি আক্রমনের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষাকল্পে প্রতিটি দেশের নিজস্ব বিমান বাহিনী থাকা আবশ্যক। আজকের পর্বে থাকছে ইতিহাসের বিধ্বংসী যুদ্ধবিমান মিগ ২৯। ইতিহাসের কয়েকটি আইকন বিমানের মধ্যে মিগ ২৯ অন্যতনতম।
মিগ২৯ বর্তমান সময়ের অন্যতম ভয়ঙ্কর একটি যুদ্ধবিমান। ১৯৯১, ৯৫, ৯৮ ও ২০০১ সালে বিমান গুলোকে অনেক আপগ্রেড করা হয়েছে। বর্তমানে এটি পৃথিবীর সেরা বিমান মডেলের একটি।
এটি সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি ৪র্থ প্রজন্মের যুদ্ধবিমান যা ১৯৮৩ সালে প্রথম সোভিয়েত বিমানবহরে অন্তর্ভুক্ত হয়। এর ন্যাটো কোডনেম হল ফুল্ক্রাম।
৫৭ ফুট বা ১৭.৩৭ মিটার দউরঘ, ১৫ ফুট ৬ ইঞ্চি বা ৪.৭৩ মিটার উচ্চতা এবং এক জন বৈমানিক ধারন ক্ষমতা সম্পপন্ন এই বিমানের খালি অবস্থায় ওজন ১১০০০ কেজি। ৬ টি এনটি এয়ার ক্রাফট মিসাইল সহ সাইড উইন্ডার, মারভিক, হারপুন ও সব ধরনের জি পি এস গাইডেড মিসাইল ব্যবহার করা হয় এই ফাইটার বিমানে। অস্ত্র সহ এই বিমানের ওজন ১৬৮০০ কেজি।
মিগ২৯ একটি মাল্টিরোল কমব্যাট ফাইটার যা একইসাথে আকাশে ও ভূমিতে হামলার জন্য অত্যন্ত পারদর্শী। এর শক্তিশালী Klimov RD-33 আফটার বার্নিং টার্বো ফ্যান ইঞ্জিন নিমেষেই বিমানকে সাবসনিক থেকে সুপারসনিক গতিতে নিয়ে যেতে পারে। অত্যাধুনিক কোবরা ম্যানুভ্যারিটি ক্ষমতাসম্পন্ন এই বিমান শত্রুবিমানের মিসাইলকে ফাঁকি দিয়ে পুনরায় পাল্টা আক্রমন চালাতে পারে। বিভিন্ন ভাবে রাডার কয়ে ফাকি দেয়া, মিসাইল থেকে নিজেকে রক্ষার জন্য অতি দ্রুত টার্ন নিতে পারে এই বিমান। সমুদ্রের জাহাজে অনেক উপর থেকে হামলা করা, শত্রু বাহিনের উপর অতি দ্রুত বোমা মেরে দেয়া এবং বিশাল ট্যাঙ্ক বহরকে বোমা মেরে দিয়ে দ্রুত মিশন শেষ করে নিরাপদে ফিরে আসাই মিগ ২৯ এর কাজ। এই সুবিধাগুলো মিরেজ এফ-১৪ সহ অনেক আধুনিক বিমানে নেই। তাই অনেক শক্তিধর দেশ এই বিমান গুলোকে লালন পালন করে থাকে। এই বিমান গুলোর রক্ষনাবেক্ষন খরচ অনেক বেশি। একটি মিগ ২৯ যুদ্ধবিমানের দাম ২৯-৩৫ মিলিয়ন মার্কিন ডলার।
সোভিয়েতরা এই বিমানকে তাদের স্টেট ওফ আর্ট হিসেবে পরিচয় দেয়। এটি দীর্ঘদিন পশ্চিমা এবং ইউরোপিয়ান দেশ গুলোর ফিয়ার ফ্যাক্টর ছিল। মিগ২৯ বর্তমান সময়ের বহুল আলোচিত একটি বিমান যা পৃথিবীর বিভিন্ন বিমানবাহিনীতে অত্যন্ত সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে।
আমি মার্স টেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।