ফেসবুকের ১৪তম বার্থডে কিছু তথ্য যা অনেকেরই হয়ত অজানা

আসসালামু আলাইকুম,

ফেসবুক বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক। আজ থেকে ১৪বছর আগে ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুক চালু হয়। বর্তমানে ফেসবুকে প্রায় ২৫হাজার কর্মচারী রয়েছে। জুন ২০১৭ সালের হিসেব অনুযায়ী ফেসবুকে মাসিক ২বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে ১বিলিয়ন হল মোবাইলে ফেসবুক ব্যবহারকারী।

এই টিউনটি যারা পড়ছেন তাদের মধ্যে অনেকেরই হয়ত একটি, দুইটি অথবা একাধিক অনেক ফেসবুক আইডি রয়েছে।

*** আজকে ফেসবুক নিয়ে কিছু তথ্য শেয়ার করব যা অনেকেরই হয়ত অজানা।

  • অনেক দেশেই বিভিন্ন সময় বিভিন্ন কারনে ফেসবুক বন্ধ করা হয়েছে, যার মধ্যে রয়েছে চীন, ইরান, পাকিস্তান, উজবেকিস্থান, সিরিয়া, ভিয়েতনাম, উত্তর কোরিয়া এবং বাংলাদেশ।

 

  • অক্টোবর ২৮, ২০০৩ মার্ক জুকারবার্গ তৈরি করেন ফেসবুকের পূর্বসূরি সাইট Facemash

 

  • জানুয়ারি ২০০৪ সালে, ফেসম্যাস হতে অনুপ্রাণিত হয়ে জুকারবার্গ নতুন সাইট এর কোড লেখা শুরু করেন এবং ফেব্রুয়ারিতে হার্ভার্ডের ডরমিটরিতে thefacebook com এর উদ্বোধন করেন। এরপর মার্ক জুকারবার্গ এর সাথে যোগ দেন ডাস্টিন মস্কোভিৎজ (প্রোগ্রামার), ক্রিস হুগেস ও এডোয়ার্ডো স্যাভেরিন (ব্যবসায়িক মুখপাত্রও) এবং অ্যান্ডরু ম্যাককলাম (গ্রাফিক্স আর্টিস্ট)

 

  • আগস্ট ২০০৫ সালে thefacebook com নাম পাল্টে, নাম রাখা হয় facebook com

 

  • আগে শুধু বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরাই ছিলেন এর ব্যবহারকারী, সেপ্টেম্বর ২০০৬ সাল থেকে ফেসবুক সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

 

  • ফেসবুক আপনাকে ট্রাক করে থাকে আপনি কোন কোন ওয়েবসাইট ভিজিট করছেন।

 

  • ফেসবুক লাইটে প্রায় ২০০মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।

 

  • ২০০৮ সালের এপ্রিলে ফেসবুক চ্যাট চালু হয়।

 

  • ফেসবুক মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ব্যবহারকারী হল ১৮ থেকে ২৫বছরের, প্রায় ২৯%।

 

  • ফেসবুকে প্রায় ৮৩মিলিয়ন ফেইক প্রোফাইল রয়েছে।

 

  • ফেসবুকে প্রতিদিন প্রায় ১০০মিলিয়ন ঘন্টা ভিডিও দেখা হয়।

 

  • ফেসবুকের আয়ের বেশীরভাগই আসে বিজ্ঞাপণ থেকে।

 

  • প্রতিদিন প্রায় ৬লক্ষ ফেসবুক অ্যাকাউন্টে হ্যাকিং এর চেষ্টা চালানো হয়।

 

  • ফেসবুক বর্তমানে বিশ্বর ৪র্থ সবচেয়ে মূল্যবান ব্রান্ডের একটি (প্রায় ৭৩.৫বিলিয়ন ডলার)

 

  • ২০১০ সালের নভেম্বরে ফেসবুক আমেরিকান ফার্ম বিউরো ফেডারেশন থেকে ডোমেইন নাম com কিনে নেয়। প্রায় ৮.৫মিলিয়ন ডলারে। যা বিক্রিত সবচেয়ে বেশি মূল্যর দশটি ডোমেইনের মধ্যে রয়েছে।

 

  • গড়পড়তা একজন ফেসবুক ব্যবহারকারী প্রতিদিন প্রায় ৫০মিনিট সময় ফেসবুকে ব্যয় করেন।

 

  • মার্ক জাকারবার্গ এর বার্ষিক বেতন মাত্র ১ডলার।

 

  • ২০১১ সাল, এপ্রিলে ফেসবুক লাইভ ভয়েস চ্যাট চালু করে। এবং জুলাই মাসে ভিডিও কল চালু করে।

 

  • ফেসবুকে প্রায় ২৫০বিলিয়ন ছবি আপলোড করা হয়েছে

 

  • ফেসবুকের সার্ভারে, ফেসবুক ব্যবহারকারীদের প্রায় ৩০০পেটাবাইট তথ্য রয়ছে। (১ মিলিয়ন গিগাবাইট= ১ পেটাবাইট)

 

  • জুলাই ২০১১ সালে ফেসবুক বাগ বাউন্টি প্রোগ্রাম ঘোষণা করে, ফেসবুকের কোন নিরাপত্তা ঝুঁকি বের করতে পারলে, তাকে ৫০০ডলার দেয়া হবে।

 

  • সেপ্টেম্বর ২০১১ সালে ফেসবুক সাবস্ক্রাইব বাটন চালু করে এবং ডিসেম্বর ২০১২ সালে ফলো বাটন চালু করে।
  • ফেসবুকের ওয়েবসাইটঃ

www facebook com

www fb com

 

  • ফেসবুকের সহায়কঃ

Instagram

Messenger

WhatsApp

Oculus VR

tbh

Watch

#Happy_Birthday #Facebook

ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস