ভয়ংকর গতির ভাইপার সাপ সাইডওয়াইনডার র‍্যাটলস্নেক

প্রাণিজগতে সাপের চলার গতি সবচেয়ে অদ্ভুত৷ আর সাপেদের মধ্যে সাইডওয়াইন্ডার নামক সাপের গতি বেশি অদভুত৷ সাধারন সাপেদের মতো সামনের দিকে একেবেকে না দৌড়িয়ে বরং পাশ বরাবর একেবেকে দৌড়ার এরা৷

এটি র্যাটেল স্নেক প্রজাতির সাপ৷ ফলে পিট ভাইপার গোত্রেরও অন্তর্গত৷ মাথায় সিংয়ের জন্য অনেকে এদের হর্ণড ভাইপার বা সিংয়ালা ভাইপার বলেও ডাকে৷ দৈর্ঘ 43 থেকে 76 সেমি হয়।  অন্য সাপের মতো স্ত্রী সাপগুলো পুরুষের চেয়ে বেশি লম্বা হয়৷ গায়ে রং হলুদ বাদামি ধূসর  ডোরাকাটা৷ আমেরিকা যুক্তরাষ্ট্র দক্ষিণ আর মেক্সিকোর উত্তরে বাস৷

অর্থাৎ সেই কুখ্যাত মেক্সিকো আমেরিকা বর্ডারের আশেপাশেই এদের বসবাস৷ তবে যখন তখন বর্ডার ক্রোস করার জন্য এরা সীমান্তরক্ষী বাহিনীর অনুমতির তোয়াক্কা করে না!

উল্টো সীমান্তরক্ষী বাহিনীই কেন এই সাপকে দেখলে এর গতির কথা মাথায় রেখে দুরত্ব বজায় রেখে চলে তা বাংলাভাষায় এই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি রোলিং স্টোন। Owner, Rolling Stone Inc., Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস