সূর্য রোজ সকালে একবার পূর্বদিকে ওঠে আর সন্ধ্যেবেলায় ঢলে পড়ে পশ্চিমে। এই তো পৃথিবীর নিয়ম। সেই শুরু থেকে পৃথিবী এভাবেই রোজ একবার করে আলোতে প্রবেশ করছে, আবার খানিক বাদে ডুবে যাচ্ছে আঁধারে।
তবে আপনি কি জানেন, সেটা আর সব স্থানের জন্যে সত্যি হলেও পৃথিবীর কিছু জায়গা সবসময়েই থেকে যায় এই হিসেবের বাহিরে? সত্যিই পৃথিবীতে রয়েছে এমন কিছু স্থান যেখানে সূর্য ডোবেনা! কি বন্ধুরা অবাক হয়ে গেলেন? আজকের ভিডিওতে জানাবো এমনি কিছু স্থান সমেন্ধে যে সব স্থানে সূর্য কখনোই ডোবেনা
শুনতে অবাক করা হলেও নরওয়ের উচ্চ অক্ষাংশের জন্যে এখানকার বেশিরভাগ স্থানে গরমের সময়টা, অর্থাৎ মে থেকে জুলাই অব্দি সূর্য ঝুলে থাকে সীমান্তের কাছাকাছিতে। ডোবেনা একেবারেই। এতো গেল দেশটির বেশিরভাগ স্থানের কথা। দেশটির বাকী সব জায়গাগুলোতে এ সময় টানা ২০ ঘন্টা সূর্যের তাপ থাকে পুরোদমে।
কানাডার উত্তরপশ্চিমে অবস্থিত ইনুভিক নামে সবার কাছে পরিচিত স্থানটি। তবে তার চাইতেও আরো বেশি পরিচিত এর গরমকালের আবহাওয়ার জন্যে। ঘুরতে যদি যেতে চান কোথাও তাহলে আপনার জন্যে নরওয়ের পরপরই তালিকায় দ্বিতীয় স্থনে থাকতে পারে এই স্থানটি। ইনুভিকে গরমের সময়ে টানা ৫০ দিন ধরে সূর্য আকাশের কোলে আটকে থাকে শক্তভাবে। টেনেও তাকে নামানো যায়না। আর তাই খুব কম সময়েই এখানকার সব জায়গাগুলো ঘুরে দেখে ফেলা যায় খুব সহজেই!
অন্যান্য সূর্য না ডোবা দেশগুলোর তুলনায় একটু বেশি উষ্ণ সুইডেনে সূর্য ডোবে একদম মাঝরাতে। আবার জেগেও ওঠে ভোর ৪.৩০ এ। আর প্রতি বছরের মে মাস থেকে শুরু করে আগস্টের শেষ অব্দি এমনটা চলতে থাকে এখানে। তোর আর দেরী কেন? এক্ষুণি সময় বের করে নিন আর লম্বা একটা দিনকে উপভোগ করে আসুন সুইডেন থেকে।
মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত কখনোই সূর্য ডোবেনা আলাস্কায়। এছাড়া বছরের বাকি সময়গুলোতে কঠিন একটা অন্ধকারময় আর শীতল সময়ের ভেতর দিয়ে যেতে হয় একে।
রহস্যময় অজানা সব তথ্য ভিডিওর মাধ্যমে জানতে আমাদের Rohossomoy Prithibi চ্যানেলটি ঘুরে আসুন
আমি রহস্যময় পৃথিবী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।