শুভ সকাল
হ্যালো ফ্রেন্ডস
সবাই কেমন আছেন
আশা করি সবাই ভালো আছেন।
আর টেকটিউনসের সাথে থাকলে তো সবাই ভালো থাকে। আজ আপনাদের আরো ভালো থাকার জন্য নিয়ে এসেছি চমৎকার একটি গ্রামিনফোনের ফ্রিনেট। অনেক দিন যাবত আমরা কোনো ফ্রিনেট পাইতেছিলাম না, তাই আজকে আপনাদের মাঝে আমার এই ফ্রিনেটি শেয়ার করলাম, আমি অনেক দিন যাবত চালাতেছি। অ্যাপসটি ওপেন করুন এবং যে কোনো একটি দেশ চিলেক্ট করুন কানেক্ট না হলে সিংঙ্গাপুর চিলেক্ট করুন ১০০% কানেক্ট হবে। প্রতিদিন ৫০০ এমবি চালাইতে পারবেন। আর স্পিড মোটামোটি ভালোই পাবেন তবে আপনার এলাকা বুঝে স্পিড পাবেন। আর হ্যা সিমে কোনো প্রকার টাকা রাখা চলবে না। টাকা কেটে গিলে আমার দোষ না আমি আগেই থেকে সর্তক করে দিলাম তবে ২ থেকে ৫ এমবি রাখতে পারেন কানেক্ট করার জন্য। সব সিমে কম বেশি ফ্রিনেটি চলবে তবে অবশ্যই ধৈর্য করতে হবে কানেক্টের জন্য। ডাউনলোড লিংক এখানে।
আমি জয়দেব বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।