আপনার পিসির জন্য নিয়ে নিন Bandicam সফটওয়্যার এর সদ্য রিলিজ হওয়া আপডেট ভার্সন এবং সাথে আছে Bandicam এর ফুল ভার্সন সফটওয়্যারটি

Bandicam

ভার্সন: 4.1.1.1371  (৩২+৬৪ বিট)

রিলিজ তারিখ: ৩০ জানুয়ারি ২০১৮

Bandicam Full Version

ভার্সন: 4.1.0.1362


ডাউনলোড করার নিয়ম


  • প্রথমে আপনার পছন্দের ভার্সনটি  ডাউওনলোড করুন :

নতুন ফ্রি আপডেট ভার্সন 4.1.1.1371  অথবা  ফুল ভার্সন 4.1.0.1362

  • এর পর সেকেন্ড অপেক্ষা করুন তারপর SKIP AD এ ক্লিক করুন।

  • নতুন একটা পেজ আসবে সেখানে বাম সাইডে SLOW DOWNLOAD নামে একটা লাল কালারের বাটন আসবে ওটা ক্লিক করুন।

  • ৩০ সেকেন্ড অপেক্ষা করুন তারপর বাম সাইডে START DOWNLOAD নামে একটা সবুজ কালারের বাটন আসবে ওটা ক্লিক করলেই DOWNLOAD শুরু হয়ে যাবে।


Ξইন্সটল করার নিয়ম Ξ


ফ্রি ভার্সন 4.1.1.1371 এর ক্ষেত্রে ডাউনলোড করার পর ডাবল ক্লিক করলেই ইন্সটল শুরু হয়ে যাবে।

—•—

ফুল ভার্সন 4.1.0.1362 এর ক্ষেত্রেঃ

  • আপনার এন্টিভাইরাস install না হওয়া পর্যন্ত বন্ধ রাখুন।

  • আগের bandicam টি uninstall করুন পিসি থেকে।

  • নতুন ডাউনলোড করা bandicam সফটওয়্যার টি জিপ ফাইন থেকে Extract করুন এবং দেখুন (Step 1, 2, 3) নামে ৩ টা ফোল্ডার আছে এবার নিচের স্টেপ অনুসরন করুন।

:STEP:

১. (STEP 1) প্রথমে 'bdcamsetup.exe' install করুন। install শেষে চালু করবেন না software টি।

২. (STEP 2) এরপর 'Block In Host.bat' টি install করুন, install করার সময় মাউসের রাইট বাটান ক্লিক করে (Run as administrator) ক্লিক করে install করুন।

৩. (STEP 3) এরপর 'keymaker.exe' টি আপনার পিসি তে যেখানে bandicam সফটওয়্যার টি install দিয়েছেন ওই ফোল্ডারে পেস্ট করুন এবং ওপেন করুন (Run as administrator) এ ক্লিক করে। ওপেন করার পর দেখবেন একটা ইমেইল চাচ্ছে ওখানে যেকোন একটা ইমেইল দিয়ে ওকে করে বের হয়ে আসুন। [নিচের ছবির মত ইমেইল বক্স দেখাবে]

৪. এবার 'keymaker.exe' যেই ফোল্ডারে পেস্ট করছিলেন ওখান থেকে ডিলিট করে দিন।

৫. এবার bandicam সফটওয়্যার টি ওপেন করুন এবং about এ যেয়ে দেখুন রেজিস্টেশন হয়ে গেছে।


আমার পূর্বের টিউন দেখুনঃ
https://www.techtunes.io/download/tune-id/543874

আপনার পিসির জন্য নিয়ে নিন সফটওয়্যার এর সদ্য রিলিজ হওয়া আপডেট ভার্সন Combo Pack

আপনার পিসির জন্য নিয়ে নিন সফটওয়্যার এর সদ্য রিলিজ হওয়া আপডেট ভার্সন

https://www.techtunes.io/download/tune-id/546007

নতুন টরেন্ট সাইট

Level 3

আমি Tweet4tune। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস