গুগল এডসেন্সের জন্য সাহায্য দরকার

গুগল এডসেন্সের পিন নাম্বার পেলাম। এডসেন্সের পিন নাম্বার দিয়ে পিন একটিভ ও করলাম। কিন্তু গুগল এডসেন্সে আরো tax info, payment method এর ব্যপারে একশন নিতে বলছে এখন কি করব ?। আর শুনলাম ১৮ বছরের কম হলে গুগলের চেক কাজে লাগানো যায়না এটা কি সত্য ?। প্লিজ tuner ভাইয়েরা আমাকে এ ব্যপারে একটু সাহায্য করুন (কমেন্টর মাধ্যমে)। আর যদি করতে হয় দয়া করে বলবেন payment method কোনটি সিলেক্ট করব।
আর আমি যদি payee name পরিবর্তন করে ১৮ বছর বয়স্ক আমার পরিবারের কারও নাম দিই তাহলে হবে ? (আমার বয়স আঠার না)।

Level New

আমি মোশাররফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

১০ম শ্রেনী তে পড়ছি......ইন্টারনেট, ওয়েবসাইট বানানো, বিভিন্ন সফটওয়ার নিয়ে কাজ করতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tax info এর জায়গায় আপনার Payee এর স্বাক্ষর এর নামটি লিখে দিন। payment method আপনার সুবিধামত নির্বাচন করুন।

আঠার বছরের নিচে তো একাউন্টই ওপেন করা যায় না আপনি বয়স বাড়িয়ে করেছেন তাই সেটাই বহাল রাখতে পারেন আর Payee এর নাম পরিবর্তন করলে tax info আবার দেয়া লাগবে। আর চেক হাতে যদি পেয়েই যান ভাঙাতে পারবেন, 60-70 ডলার খরচ হবে (কুরিয়ার ফি সহ)। পেমেন্ট মেথড আপনার সুবিধা মত নির্বাচন করুন।

এডসেন্স বিষয়ক আমার করা টিউগুলো দেখতে পারেন আরো সাহায্যর জন্য। লিংক https://www.techtunes.io/sakil13

লিংক ভুল হয়েছিল আসলে হবে https://www.techtunes.io/tuner/sakil13/

Level New

ধন্যবাদ

আমি আপনাকে অবশ্যই পেই নেম পরিবতর্ন করতে নিষেধ করবো। এটি অনেক ঝামেলা। আপনি যে পেই নাম দিয়েছেন সে নাম দিয়ে ব্যাংকে একটি এ্যাকাউন্ট খুললেই হবে। আর ট্যাক্স ইনফরমেশনে প্রথম স্টেপে সব গুলো No নিবার্চন করে Continue করুন। পরের স্টেপে আপনার নামটি টেক্সট বক্সে লিখে সাবমিট করুন। আশা করি সমাধান হয়ে যাবে।
http://www.bdwebzone.com
[email protected]

Level 0

যে বিষয়টি জানা প্রয়োজন তা হলো, আমি ইতিমধ্যে 100 ডলারের উপর আয় করেছি। এখন এই 100+ ডলার বাংলাদেশে কোন পদ্ধতিতে আনব ? আর এতে কত খরচ হবে ? অর্থাৎ আমার হাতে শেষ পর্যন্ত কত থাকবে ?

মশারফ ভাইয়া আপনার সমস্যা সমাধান হলে এর উপর একটি পূর্ণাঙ্গ টিউন করবেন।