গুগল এডসেন্সের পিন নাম্বার পেলাম। এডসেন্সের পিন নাম্বার দিয়ে পিন একটিভ ও করলাম। কিন্তু গুগল এডসেন্সে আরো tax info, payment method এর ব্যপারে একশন নিতে বলছে এখন কি করব ?। আর শুনলাম ১৮ বছরের কম হলে গুগলের চেক কাজে লাগানো যায়না এটা কি সত্য ?। প্লিজ tuner ভাইয়েরা আমাকে এ ব্যপারে একটু সাহায্য করুন (কমেন্টর মাধ্যমে)। আর যদি করতে হয় দয়া করে বলবেন payment method কোনটি সিলেক্ট করব।
আর আমি যদি payee name পরিবর্তন করে ১৮ বছর বয়স্ক আমার পরিবারের কারও নাম দিই তাহলে হবে ? (আমার বয়স আঠার না)।
আমি মোশাররফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১০ম শ্রেনী তে পড়ছি......ইন্টারনেট, ওয়েবসাইট বানানো, বিভিন্ন সফটওয়ার নিয়ে কাজ করতে পছন্দ করি।
tax info এর জায়গায় আপনার Payee এর স্বাক্ষর এর নামটি লিখে দিন। payment method আপনার সুবিধামত নির্বাচন করুন।