সুপার বাইক

তরুণ প্রজন্মের কাছে সুপার বাইক সবচেয়ে আকর্ষণীয় বিষয় গুলোর একটি। তাক লাগিয়ে দেয়া এসব সুপার বাইকের গতি সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। তাহলে আসুন জেনে নিই বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ১০ টি সুপার বাইক সম্পর্কে!

০৫) Suzuki Hayabusa : ৫ম অবস্থানে রয়েছে বিশ্বখ্যাত জাপানিজ কোম্পানি সুজুকি এর Hayabusa সুপার বাইকটি। প্রায় ১৪০০ সিসির এই সুপার সবাইকের ইন্জিন দক্ষতা ১৯৭ HP অবাক করা হলেও সত্যি ০-১০০ কিমি গতি তুলতে এর সময়ে লাগে মাত্র ২.৫ সেকেন্ড। এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৩১২ কিমি।

০৪) BMW S1000RR : বিশ্ববিখ্যাত জার্মান কোম্পানি BMW এর S1000RR সুপার বাইকটি তালিকায় রয়েছে ৪র্থ অবস্থানে। আকর্ষণীয় ডিজাইনের এই সুপার বাইকের ইন্জিন ক্ষমতা ১৭৯ HP। ১০০০ সিসির এই সুপার বাইকের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৩২২ কিমি। এবং ০-১০০ কিমি গতি তুলতে সময় নেয় ৩.১ সেকেন্ড।

০৩) MTT Turbine Superbike Y2K : Guinness Book এ নাম লেখানো Turbine Superbike Y2K রয়েছে তালিকায় ৩য় অবস্থানে। এর ইন্জিন ক্ষমতা ৩২০ HP এবং এর সর্বোচ্চ গতিবেগ ৩৬৫ কিমি প্রতি ঘণ্টায়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

০২) Kawasaki Ninja H2R : তালিকায় ২য় অবস্থানে রয়েছে Kawasaki H2R। এটি Bugatti Veyron এর মতো Super Car কেও টপকে যেতে সক্ষম। ১০০০ সিসির এই সুপার বাইকের ইন্জিন ক্ষমতা ৩০০ HP এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০০ কিমি।

০১) Dodge Tomahawk v10 : এবারে সবচেয়ে দুর্ধর্ষ সুপার বাইকের পালা। Dodge Tomahawk তালিকায় রয়েছে শীর্ষে। একে সুপার বাইক না বলে Super Monster বললেও ভুল হবে না। এতে কোন সাধারণ ইন্জিন ব্যবহার করা হয়নি! এতে রয়েছে 8.3 L V10 SRT Dodge Viper Engine যার ক্ষমতা ৫০০ HP! এই সুপার বাইক মাত্র ২.৫ সেকেন্ডে ০-১০০ কিমি গতি তুলতে সক্ষম! পৃথিবীতে এই সুপার বাইক তৈরি করা হয়েছে মাত্র ৯টি। আশ্চর্য হলেও সত্যি এই সুপার বাইকের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬৭৫ কিমি! বলতে পারেন এটি রাস্তায় চলা একটি জেট বিমান!

Level 0

আমি মার্স টেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস