বিশ্বের সবচাইতে সুন্দর স্থান ব্রুনো

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে, সবাই সুন্দর প্রকৃতি দেখতে চায়। প্রকৃতির অপার সৌন্দর্যে চায় নিজেকে জড়াতে। এই প্রকৃতি উপভোগ করার জন্য মানুষ ছুটে বেড়ায় দেশ বিদেশে।

আজকের আপনি জানতে চলেছেন বিশ্বের সবচাইতে সুন্দর স্থানের কথা

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 

সুন্দর স্থানের নাম হল  ব্রুনো  ব্রুনো মূলত ইতালির একটি দ্বীপ। ভেনিস থেকে নৌকায় এখানে পৌঁছাতে গেলে মাত্র ৪০ মিনিট সময় লাগে। এটি একটি পুরোনো মাছ ধরার গ্রাম। রোমের রাজত্বকাল থেকে এই স্থানটি মাছ ধরার একটি ঐতিহ্যবাহী স্থান।

এই দ্বীপ শহরটি মূলত তার রং ও কারুকার্যের জন্য বিখ্যাত। এই শহরেরে বাড়িগুলো এতটাই সুন্দর ও মনোমুগ্ধকর যে মানুষ এই শহরটি দেখতে দেশ দেশান্তর থেকে ছুটে আসে।

কিন্তু শহরের এই রঙিন বাড়িগুলো নিয়ে রহস্য ও রূপকথার শেষ নেই। রঙ-বেরঙের আলপনার বাড়ি, তার সাথে গা ঘেষে চলে গেছে নদী। সেই নদীর পানিতে প্রতিফলিত হয়েছে বাহারি রঙ। যেন পানির নিচটা রঙ করা। গোধূলি বেলায় এর সৌন্দর্য আরো বেড়ে যায়। চোখে না দেখলে মনে হবে কোন শিল্পী হয়ত রঙ তুলির আঁচড়ে পুরো শহরটি এঁকে রেখেছেন।

মূলত জিওর্দানো ব্রুনোর নাম অনুসারে এই গ্রামের নাম রাখা হয়।

বারবেইন আক্রমণের সময় আল্টিনো থেকে পালিয়ে যাওয়া রোমানরা এ নগরী প্রতিষ্ঠা করেছিলো। প্রথমে এখানকার ঘরগুলো বেতদিয়ে বুনে তার উপর কাঁদা মাটির প্রলেপ দিয়ে নির্মাণ করা হয়েছিলো। সে সময় স্থানীয় বাসিন্দারা কাঁচা মাটির ঘরেই সুন্দর নকশা করতো।

পড়ে এই ঘরগুলো ইট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এবং তখন এখানকার বাসিন্দারা তাদের দেয়ালে উজ্জ্বল রঙের সঙ্গে পেইন্টিং করতে শুরু করে এবং ধীরে ধীরে গ্রামটি একটি রঙ্গিন শহরের রূপ নেয়।

আবার এমন গল্পও কথিত আছে যে, জেলেরা সমুদ্র থেকে ফিরে এসে অধিক কুয়াশায় তারা জেনো তাদের বাড়ি চিনতে পারে, তাই তারা বিভিন্ন রং দিয়ে তাদের বাড়ি পেইন্টিং করতে শুরু করে।

সকল অজানা সব বিষয় সমন্ধে জানতে আমাদের Rohossomoy Prithibi চ্যানেলটি ঘুরে আসতে পারেন।

Level 0

আমি রহস্যময় পৃথিবী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস