এলিফ্যান্ট বার্ড: বিশ্বের সবচেয়ে বৃহত্তম পাখি

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

প্রকৃতিতে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। রয়েছে সুবিশাল পর্বত, গাছপালা, নদ-নদী, ফুল-ফল ও নানা ধরনের প্রাণী ও পাখির সমাহার। এগুলোর অধিকাংশই নানাভাবে আমাদের আকৃষ্ট করে।

বর্তমান পৃথিবীতে টিকে থাকা পাখিদের মধ্যে সবচেয়ে বৃহৎ পাখিটির নাম হচ্ছে উটপাখি। পুরুষ উটপাখি প্রায় ৯ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। তবে একসময় উটপাখির চেয়েও অধিক উঁচু পাখির অস্তিত্ব ছিল! ধারণা করা হয়, সেটি ১৬৪৯ সালে বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত পাখিটির নাম হচ্ছে এলিফ্যান্ট বার্ড। বিলুপ্ত হলেও বর্তমানে প্রাপ্ত হাড়ের নমুনা ও সংরক্ষিত ডিম থেকে ধারণা করা হয়, পাখিটির অবয়ব দেখতে উটপাখির মতোই ছিল। আজকের লেখায় আমি  জানাবো বিলুপ্ত হওয়া বৃহত্তম পাখি এলিফ্যান্ট বার্ড সম্পর্কে নানান সব তথ্য।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সাধারণত উড়তে অক্ষম পাখিদের রেটিট গ্রুপভুক্ত করা হয়। উটপাখি, এমু, রিয়া ইত্যাদি রেটিট গ্রুপের অন্তর্ভুক্ত পাখি। এই পাখিগুলো সাধারণত বৃহদাকার হয়ে থাকে। তবে এদের বিলুপ্ত হওয়া পূর্বপুরুষ এলিফ্যান্ট বার্ড ও মোয়া আরও বড় ছিল। উড়তে অক্ষম সকল পাখিই বৃহদাকার হবে এমন নয়। উড়তে অক্ষম সবচেয়ে ছোট পাখিটি হচ্ছে কিউই। নিউজিল্যান্ডের জাতীয় পাখিটি আকারে গৃহপালিত মুরগির সমান হতে পারে।

উড়তে অক্ষম এলিফ্যান্ট বার্ডের শক্তিশালী গলা, পা এবং নখ ছিল। এদের শরীরে শক্ত ছোট চুলের ন্যায় পালক থাকতো, যা দেখতে এমু পাখির পালকের ন্যায়।

বিজ্ঞানীদের ধারণা, বিলুপ্ত হওয়ার পূর্বে ৬০ মিলিয়ন বছর মাদাগাস্কার দ্বীপে রাজত্ব করেছিল এলিফ্যান্ট বার্ড।

এলিফ্যান্ট বার্ডই শুধু আকারে বৃহৎ নয়, এদের ডিমও এ পর্যন্ত প্রাপ্ত সকল পাখির ডিমের চেয়ে বৃহৎ আকারের। এলিফ্যান্ট বার্ডের ডিম ১৩ ইঞ্চি পর্যন্ত দীর্ঘ হয়। এর ডিমে তরল পদার্থের পরিমাণ ছিল ৭.৫ লিটার, যা ১২০ জন লোকের খাবারের জন্য অমলেট তৈরির উপযোগী ছিল। সাধারণত এই আকার মুরগির ডিমের চেয়ে ১৬০ গুণ বেশি! এই পাখির ডিমই হচ্ছে প্রাণীজগতের বৃহত্তম একক কোষ।

বর্তমানে এলিফ্যান্ট বার্ডের অনেক হাড় প্যারিসের ‘ন্যাচারাল হিস্ট্রি’জাদুঘরে পাওয়া যায়। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের জাদুঘরে ডিমের খোলস, পুনর্গঠিত কঙ্কাল, হাড় ইত্যাদি পাওয়া যায়। এতকিছু পাওয়া গেলেও এখনও এই পাখিটি সম্পর্কে গবেষকদের অনেক কিছুই জানার বাকি রয়েছে।

বাকি সব ভিডিও দেখতে Rohossomoy Prithibi চ্যানেলটি ঘুরে আসার আনুরোধ রইল।

Level 0

আমি রহস্যময় পৃথিবী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস