এবার ফোন মেমারি ফাঁকা করার জন্য এল এই অসাধারন অ্যাপটি

সকাল থেকে রাত অব্দি সারাদিনই হোয়াটসঅ্যাপে আসতে থাকে অনেক মেসেজ। তার মধ্যে অনেক অপ্রয়োজনীয় মেসেজও থাকে। অনেক সময় প্রতিদিনই আসে গুচ্ছের ‘গুড মর্নিং’ বা ‘গুড নাইট’ মেসেজ। অনেকেই এই ধরেনর মেসেজ পছন্দ করলেও অনেকেই আছেন যারা এই ধরনের মেসেজ পছন্দ করেন না। আর এর ফলে আপনার ফোনের মেমারি অনেক দরকারি জিনিসে ভরতে থাকে। আর এবার এই ধরনের মেসেজ ডিলিট করার জন্য এসে গেল গুগলের একটি অ্যাপ, এর নাম গুগল ফাইলস গো অ্যাপ।

খবর অনুসারে গত বছরের ডিসেম্বরমাসে এই অ্যাপটি লঞ্চ হয়েছে। আর এও খবর পাওয়া গেছে যে লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যেই এই অ্যাপটি প্রায় ১০মিলিয়েন ডাউনলোডও হয়ে গেছে।

এই অ্যাপটির মাধ্যমে হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সের পুরনো মেসেজ ডিলিট করা যায়। তবে আপনাদের এও মনে করিয়ে দি যে হোয়াটসঅ্যাপ ডিলিট করার অপশান এমনিতেও আছে। তবে এই অ্যাপটির মাধ্যমে মেসেজ ডিলিট করা অনেক সহজ হবে বলে কোম্পানি জানিয়েছে।

চ্যট বক্সের মেসেজ জমে অনেক সময়ই মোবাইলের মেমারি ভর্তি হয়ে যায়। আর তখন অনেক সময়ই তা ডিলিট করতে সমস্যা দেখা দেয়। আর সেই সমস্যার কথা মাথায় রেখেই এই অ্যাপটি তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।

এরমধ্যেই এই অ্যাপটি ভারতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর এই অ্যাপটির মাধ্যেম শুধু যে হোয়াটসঅ্যাপের পুরনো মেসেজ ডিলিট করা যায় তা নয়, বড় ফাইল, ছবি ও অনেক অব্যবহৃত অ্যাপও ডিলিট করা যায়।

Level 0

আমি বিশ্বাস টিপস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস