আপনি সিপিএ তে একবারে নতুন, আর এই নতুনরা কিভাবে শুরু করবেন সিপিএ মার্কেটিং এবং সম্পূর্ণ ফ্রি মার্কেটিং করে ভাল সেল করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আসল কথায় আসি। আমার এই টিউন তা শুধুমাত্র নতুনদের জন্য।
কিভাবে আপনি আপনার অফার লিংক গুলা ফ্রি মার্কেটিং করে ভাল ফল পাবেন?আমি নিজে ফ্রি মেথডে কাজ করছি ৬ মাস ধরে, আশা করি আপনিও পারবেন, যদি নিয়মিত কাজ করেন। ফ্রি মার্কেটিং বলতে অনেক গুলা মেথেড আছে, তার মধ্যে আমি আপনাদেরকে একটা মেথড শেয়ার করবে। কিভাবে টুইটার, গুগল প্লাস, রেডিট, পিন্টারেস্ট, টুম্বলার ইত্যাদি ব্যবহার করে ভাল সেল বা লিড পাবেন। আমি আজকে শুধুমাত্র টুইটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে।
টার্গেট রিলেটেড :
আমি নিজে টুইটার মার্কেটিং করে ভাল সেল পাচ্ছি নিয়মিত। আমাদের কে আগে টুইটার কে প্রপার ব্যবহার করতে হবে। তাহলে আপনার সেল আসবেই। কেবলমাত্র টুইটার একাউন্ট খুলে হাজার হাজার ফলোয়ার বাড়িয়ে রাখলে আপনার সেল হবে না। আমরা সবাই জানি যে, ফলোয়ার বেশি হলে, সেখান থেকে ভাল আউটপুট পাওয়া যায়। অনেকেই আমাকে প্রশ্ন করে আমার টুইটার ফলোয়ার আছে ৫০০০ আছে, কিন্তু আমাদের সেল হয় না। আপনি যে ফলোয়ার বাড়িয়েছেন, সেই ফলোয়ারা কি আপনার টার্গেট ফলোয়ার নাকি সব ধরনের ফলোয়ার? আপনি সব ধরনের ফলোয়ার বাড়ালে হবে না। ধরুন আপনি ইউ এস এর একটা অফার নিয়ে আপনার ৫০০০ ফলোয়ার টুইটারে মার্কেটিং করলেন, কোনো আউটপুট নাই। কারণ কি?আপনি যে ৫০০০ ফলোয়ারা টুইটার একাউন্ট এ মার্কেটিং করলেন, সেই ফলোয়ারা কি আপনার অফার বা প্রোডাক্টস রিলেটেট কিনা?
আপনি যে রিলেটেড প্রোডাক্টস বা অফার নিয়ে কাজ করবেন, সেই রিলেটেড ব্যক্তি কে ফলোয়ার করবেন। তাহলে আপনার ৫০০০ ফলোয়ার একাউন্ট থেকে ভাল আউটপুট পাবেন। অটো ফলোয়ার টুলস ব্যবহার করে কিন্তু আপনার লাভ হবে না। আপনাকে টার্গেট করে ফলোয়ার বাড়াতে হবে এবং সময় লাগবে। এইভাবে আপনি আপনার টার্গেট ফলোয়ার করবেন।
নিয়মিত টুইটা:
যে একাউন্ট নিয়ে মার্কেটিং করবেন সেখানে নিয়মিত টুইট করবেন। আপনি যে রিলেটেড প্রোডাক্টস নিয়ে কাজ করবেন সে রিলেটেড টুইট করবেন। টুইট গুলা টিপস টাইপের বা হেল্প টাইপের হলে সব থেকে ভাল হয়।
মেসেজ :
কাউকে ফলো করলে যখন আপনাকে থ্যাংক মেসেজ দেই। আপনি প্রত্যেক মেসেজ উত্তর দিবেন। এইভাবে আপনার সাথে ভাল সম্পর্ক হবে।
রি -টুইট :
আমরা যখন আমাদের অফার গুলার লিংক রি -টুইট করি, তখন আমাদের অফার বা প্রোডাক্টস রিলেটেড অনুযায়ী রি -টুইট করতে হবে। তাহলে আপনার অফার সঠিক ভাবে প্রমোট হবে।
নতুনরা
আশা করি আপনারা এভাবে মার্কেটিং করলে ভাল আউটপুট পাবেন। যে কোনো প্রশ্ন থাকলে আমাদের টিউন এর নিচে করবেন, আমি চেষ্টা করবেন সঠিক ভাবে উত্তর দেওয়ার। ফেসবুক প্রোফাইল লিঙ্ক
আমি শিমুল কাজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
h.s.c-2006,s.s.c-2004, E.C.E-2007-2008,
আপনি সফল হয়েছেন ভাইয়া?