বর্তমান যুগে হিসাব রাখার জন্য অনেক অত্যাধুনিক সফটওয়্যার আবিষ্কৃত হয়েছে। সেগুলোর মধ্যে কিছু আছে পেইড ভার্সন। এর মানে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আবার কিছু আছে সম্পূর্ণ ফ্রি। যেগুলো আপনি বিনা খরচে ব্যবহার করতে পারবেন।
এখানে প্রশ্ন হলো যে, পেইড ভার্সন আর ফ্রি সফটওয়্যার এর মধ্যে পার্থক্য কোথায়?
পার্থক্য বেশি কিছু না। পেইড ভার্সনে অপশন বেশি আর ফ্রি ভার্সনে লিমিটেড। কিন্তু আমাদের মত উন্নয়নশীল দেশে অত দাম দিয়ে পেইড সফটওয়্যার কিনে ব্যবহার করে এমন ব্যবহারকারীর সংখ্যা নেই বললেই চলে। আবার যদি সফটওয়্যার পাইরেসি করে ক্রাক করার কথা ভাবেন, তাহলে নিশ্চিত আপনি ফাঁদে পড়তে যাচ্ছেন। আপনি আপনার অত সাধের প্রতিষ্ঠানের হিসাব রাখবেন ক্রাক করা সফটওয়্যার দিয়ে? অবশ্যই না। কারণ যে কোন মুহুর্তে বিনা নোটিশে আপনি লাল কার্ড দেখতে পারেন। তখন আপনার সমস্ত হিসাব জলে যাবে।
তাহলে উপায়?
উপায় একটা আছে। তা হলে ফ্রি অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করা। আমাদের মত দেশে এর চেয়ে ভালো কোন অপশন আছে বলে আমার জানা নেই।
তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ফ্রি অ্যাকাউনিং সফটওয়্যারটি নিয়ে একটু আলোচনা করি। সফটওয়্যারটির নাম ম্যানেজার।
আসুন এক নজরে দেখে নেই এই সফটওয়্যারটিতে আপনি কি কি অপশন পাবেন।
আমার মনে হয় আমাদের দেশের জন্য এর চেয়ে বেশি কোন অপশন দরকার হবে না।
আপনি অনেক গুলো দোকান বা প্রতিষ্ঠানের হিসাব একসাথে রাখতে পারবেন। উপরের চিত্র দেখুন। তাছাড়া ব্যাকআপ অপশনের মাধ্যমে ব্যাকআপ রাখতে পারবেন। এতে আপনার হিসাব হারিয়ে যাবার ভয় থাকবে না।
তাহলে এখনি সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।
আপনি যদি এই সফটওয়্যারটি অনলাইন ভার্সন ব্যবহার করতে চান তাহলে আপনি পৃথিবীর যেকোন স্থান থেকে আপনার হিসাব-নিকাশ দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনি ফ্রি পাবেন না। এর অনলাইন সংস্করন পেইড। অল্প কিছু টাকার বিনিময়ে আপনি তা ব্যবহার করতে পারবেন। সেই সাথে আপনার নিজস্ব ডোমেইনে এই অনলাইন ভার্সনটি ব্যবহার করতে পারবেন। যেমন: accounts.yourdomain.com। যেটা অনেকটা প্রফেশনাল মানের।
গর্ব করার মত একটি বিষয় হচ্ছে যে, এই সফটওয়্যার বাংলা ভাষায় সাপোর্ট করে। যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো।
আশা করি এই ফ্রি অ্যাকাউন্টিং সফটওয়ারটি আপনার কাজে লাগবে।
লেখাটি প্রথম প্রকাশিত হয়েছে আমার অনলাইন খাতায়।
আমি ব্লগার মহসিন উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Kub e valo laglo , Ami ay rokom software e khuj chilam vai. Bivinno company er sathe len den er hisab rakhar kono apps ki ache vai? janale khushi hobo ..