♥♥আসসালামু আলাইকুম♥♥
♥আশা করি সবাই ভালো আছেন। Techtunes তো, ভালো তো থাকবেনই, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যাই হোক, এবার সরাসরি টিউনে চলে যাই।
♦♦আজকে আমার এই পোস্টটি হলো, কিভাবে আমাদের মতো “WWE PPV” গুলো লাইভ দেখবেন।
“WWE Live” দেখার জন্য আপনাকে যা করতে হবে।
→প্রথমে নিচ থেকে এই App টি Download করে Install করে নিন।
এপটির নাম “Mobdro”
App টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
[বিঃদ্রঃ এই Appটি Play Store এ নাই। ]
এবার Install করার পর App টি Open করুন, এবং নিচের Step গুলো দেখে কাজ করুনঃ
★Open করুন,

★তারপর একটা পেইজ আসবে সেখানে Accept করুন এ ক্লিক করুন,

★ তারপর এটির Search Option এ যান,

★গিয়ে “WWE” লিখে সার্চ দিন, এবং Go তে ক্লিক করুন।

★দেখুন আমার ২টি Link এসেছে, এবার “WWE TV” তে ক্লিক করুন। এবং উপভোগ করুন।

★[এটা তখনই লাইভ পাবেন যখন WWE PPV/Raw/SD Live শুরু হবে। সময় মতো সার্চ দেইনি বলে Proof টা দিতে পারলামনা]
**Example: ধরুন আগামি ২০ নভেম্বর ২০১৭ “Survivor Series” শুরু হবে সকাল ৬ টায়। তাহলে আপনি সকাল ৬ টায় App এ গিয়ে সার্চ দিবেন WWE. তখন দেখবেন “WWE TV”/ অথবা অন্য কোন লিংক এসেছে এবার সেগুলো চেক করুন। যেটাতে PPV হয় খোঁজেন এবং উপভোগ করুন।
[বিঃদ্রঃ এটাতে সম্পূর্ন PPV দেখতে হলে ১-২ GB লাগে। ]
কোন কিছু ভুল হলে মাফ করে দিবেন। ]
***বুঝতে কোন সমস্যা হলে টিউমেন্ট করুন।
আমি RJ Milon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।