প্রাণীদের সকল আসাধারণ অজানা তথ্য যা আপনাকে হতবাগ করবে

Goku the world strongest anime charecterপ্রাণীদের নিয়ে মজার মজার তথ্য

ঃ চারপাশে আমরা অনেক প্রানি দেখি। গৃহপালিত প্রানিদের মধ্যে গরু, ছাগল, হাসঁ, মুরগী, কুকুর এগুলুকে আমরা চিনি। তাছাড়া অনেক প্রানি রয়েছে যা আমরা দেখি কিন্তু চিনি না। প্রটিতি প্রানির রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য

আজ আপনাদের প্রাণীজগতের কিছু তথ্য দেয়া হল।

১) হাতিরা প্রায় ৩ মাইল দূর থেকেও পানির উৎসের জানান পায়।
২) প্রজাপতির দুটি যৌগিক চোখ হাজারো লেন্সের সমন্বয়ে তৈরি কিন্তু এরা লাল, সবুজ ও হলুদ ছাড়া অন্য কোন রং দেখতে পায় না।
৩) স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবলমাত্র বাদুর উড়তে পারে।
৪) উটপাখি ঘোড়ার চাইতেও দ্রুত দৌড়াতে পারে। পুরুষ উটপাখি গর্জন ছুড়তে পারে অবিকল সিংহের মতই।
৫) পাখিদের মাঝে হামিংবার্ডই হচ্ছে একমাত্র পাখি সেটি উল্টোদিকে উড়তে পারে এবং সেকেন্ডে ৮০ বার ডানা ঝাপটাতে পারে।
৬) ক্যাঙ্গারু তার পেছনের লেজের ওপর ভর করে দাঁড়ায়, লাফিয়ে চলে। যদি আপনি এর লেজটি তুলে ধরেন, তাহলে এটি আর মাটির ওপর দাঁড়িয়ে থাকতে পারবে না।
৭) গড়ে একটি সবুজ অঞ্চলে প্রতি একরে ৫০০০০ মাকড়শা বসবাস করে।
৮) আপনি জানেন কি? পৃথিবীতে প্রত্যেক মানুষের বিপরীতে ১০ লক্ষ পিঁপড়ে বাস করে। এরা কখনো ঘুমায় না এবং এদের কোন লাংস নেই।
৯) মানুষের হাতের আঙ্গুলের ছাপের মত একটি কুকুরের নাকের ছাপও খুব গুরুত্বপূর্ণ। নাকের ছাপের সাহায্যে কুকুর সনাক্ত করা যায়।
১০) একটি শামূক তার চোখ হারালে সেটি আবার জন্মাতে পারে।
সূত্রঃ Amazing Facts Of Animal

Level 0

আমি ফাহিম আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম একটূ শর্ট হয়ে গেলো। আরো কিছুটা লং করলে ভালো হতো।