কিছুদিন আগে টেকিতে ভাইরাস নিয়ে বেশ মাতামাতি হয়েছিল ।এখন এটা নিয়ে অনেকে হয়ত মাথা ঘামায় কিন্তু টিউন করে না ।আজ ঘুরতে ঘুরতে একটা ভাইরাস ডাউনলোড করার সাইট পেলাম হরেক রকমের ভাইরাস কালেকশন।আপনি ইচ্ছামত যেকোন ভাইরাস ডাউনলোড করতে পারবেন।এই সাইটটিতে বিভিন্ন Trojan ছাড়াও বিভিন্ন কমন ভাইরাস যেমন ফোল্ডার অপশন গায়েব সবই পাবেন ।ডাউনলোড করেন বা নাই করেন সাইটটিতে একবার টু মেরে আসতে পারেন ভয়ের কিছু নাই এই সাইটি ব্রাউজ করলে আপনার পিসিতে ভাইরাস আসবেনা ।এবার কাজের কথা বলি এই সাইটের ভাইরাসগুলো জিপ করা এর মানে ডাউনলোড করলেই আপনার পিসিতে আঞান্ত হবেনা ।জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট করলেই সাথে সাথে এন্টিভাইরাস আপডেটেড থাকলে সাথে সাথে তা ডিটেক্ট করে ডিলিট করবে।এন্টিভাইরাস আপডেটেড না থাকলে জিপ ফাইল ডাউনলোড করতে পারেন তবে এক্সট্র্যাক্ট না করাই ভা্ল তবে অভিজ্ঞদের কথা আলাদা।আর সবশেষে একটা কখা যাই করেন সব দায়িত্ব আপনার ।আশা করি ভাইরাস ডাউনলোড করে আপনার বন্ধুর(আসলে মহাদুশমন) পিসির ক্ষতি করার চেষ্টা করবেন না কারন ............(আপনারা বলেন)
এখানে ক্লিক করুন
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
এই ওয়েবসাইটটার সন্ধান পাইছিলাম সামহোয়ার এর নাফিস ইফতেখারের পোস্ট থিকা- নকল এবং পুরান জিনিস
সাইটটি বেশ মজার। বন্ধুর বন্ধুত্বের জন্য বেশ উপকারী। আপনাকে অনেক ধন্যবাদ এ রকম একটি সাইটের সন্ধান দেয়ার জন্য।
নকল হোক আর আসল হোক , এই টিউন টা আমারা আগে কখনো পাইনি। তাই এখানে এটা দেওয়ার মাধ্যমে যদি কিছু লোক এটা সম্পর্কে জানতে পারে তা হলে সমস্যা টা কোথায়। যায় হোক টিউনটির জন্য ধন্যবাদ!
জেনে শুনে বিষ পান করতে এই সাইটটি খুব ভাল।