যেভাবে GP Tracker একটিভ করবেন এবং এর ব্যবহারেরর নিয়ম এবং কোড

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

যারা জানে না শুধু তাদের জন্য। দয়া করে কিছু মনে করবেন না।

প্রায়ই দেখা যায় আমরা আমাদের প্রিয়জনদের ফোনে পাচ্ছি না।

ওপাশে ফোন বাজতেই থাকে, কিন্তু কেউ ফোন ধরে না। খুব টেনশন হয়।

এ অবস্থায় আমরা কি করে জানতে পারি যে তারা কে কোথায় আছে বা কি করছে?সেজন্যই চলে এসেছে “জিপি বাডি ট্র্যাকার”!

গ্রামীণফোন নিয়ে এসেছে বাডি ট্র্যাকার, যার মাধ্যমে আমরা যেকোন সময় সহজেই জেনে যেতে পারি যে আমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বাররা কে কোথায় আছে। আর এ সার্ভিসটি উপভোগ করা যাবে মাত্র ২ টাকা/ ১০০ এসএমএস রেটে, পরবর্তি প্রতি এসএমএস এর জন্য ২ টাকা! (সম্পূরক শুল্ক ও ভ্যাট ও সারচার্জ) প্রযোজ্যপ্রিয়জনের অবস্থান জানার জন্য টাইপ করুন locate প্রিয়জনের নম্বর আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।

ফিরতি এসএমএস জানিয়ে দেবে প্রিয়জনের অবস্থান!তবে এ সার্ভিস উপভোগ করার আগে বাডি ট্র্যাকার সার্ভিসে রেজিস্ট্রেশন করাতে হবে। সার্ভিসটি চালু করার জন্য টাইপ করুনstart আপনার নাম আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। এক্ষেত্রে আপনার প্রিয়জনের আপনার পাঠানো ট্র্যাকিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে।

ট্র্যাকিং লিস্টে প্রিয়জনকে অ্যাড করার জন্য টাইপ করুন add প্রিয়জনের নম্বর প্রিয়জনের নাম আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। কোন প্রিয়জনের কাছ থেকে অ্যাড রিকোয়েস্ট পাওয়ার পর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য টাইপ করুন y আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে, আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করতে চাইলে n টাইপ করে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।

কখনো বাডি ট্র্যাকার সার্ভিস বাদ দিতে চাইলে টাইপ করে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। তাহলে আজই বাডি ট্র্যাকার সার্ভিসটি উপভোগ করা শুরু করুন, আর প্রিয়জনদের রাখুন আপনার হাতের মুঠোয়। হ্যাপি ট্র্যাকিং!চার্জ২ টাকা/ ১০০ এসএমএস, পরবর্তি প্রতি এসএমএস এর জন্য ২ টাকা (সম্পূরক শুল্ক + ভ্যাট + সারচার্জ) প্রযোজ্য; কোন মাসিক রেন্ট প্রযোজ্য নয়রেজিস্টার করার জন্যটাইপ করুন START আপনার নাম পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে সফল রেজিস্ট্রেশনের পর আপনি নিচের সুবিধাগুলো উপভোগ করতে পারবেন:

কিভাবে কাউকে অ্যাড করবেন:টাইপ করুন add প্রিয়জনের নম্বর প্রিয়জনের নাম পাঠিয়ে দিন ৩০২০ নম্বরেকিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেনটাইপ করুনy অটো জেনারেটেড নম্বর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে কিভাবে কারো অবস্থান জানবেনটাইপ করুন locate প্রিয়জনের নাম অথবা ফোন নম্বর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে কিভাবে নিজের অবস্থান জানবেনটাইপ করুন locate নিজের নাম অথবা ফোন নম্বর পাঠিয়ে দিন ৩০২০

নম্বরে সার্ভিসরেজিস্টার্ড ইউজাররা উপভোগ করতে পারেন কি?আনরেজিস্টার্ড ইউজাররা উপভোগ করতে পারেন কি?

কিওয়ার্ড উদাহরণ বিবরণ শর্টকোড

START- START

Ex- START Mukit বাডি ট্র্যাকার সার্ভিস অ্যাক্টিভেট করার জন্য 3020

ADD- ADD

Ex- ADD 017xxxxxxxx Abid কাউকে অ্যাড করার জন্য 3020

(Accept)- Y

Y Number ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য 3020

(Reject)- N <Friend's number;

Ex- N Number ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করার জন্য 3020

STOP- STOP বাডি ট্র্যাকার সার্ভিস ডিঅ্যাক্টিভেট করার জন্য3020

LOCATE- LOCATE or or LOCATE 017xxxxxxxx প্রিয়জন বা নিজের অবস্থান জানার জন্য 3020

HIDE- HIDE or HIDE or HIDE 017xxxxxxxx ইউজারদের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার জন্য 3020

SHOW- SHOW or SHOW or SHOW 017xxxxxxx ইউজারদের অবস্থান জানার জন্য3020

LIST-LISTযাদের ট্র্যাক করা যায়, তাদের তালিকা জানার জন্য3020

LIST- SHOWLISTLIST Show যারা আপনাকে ট্র্যাক করছে, তাদের তালিকা জানার জন্য3020

DELETE- DELETEorDELETE Abid কাউকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দেয়ার জন্য3020

HELP- HELP গ্রাহকসেবা উপভোগের জন্য3020

VIEW- View আপনি যেসব সার্ভিস উপভোগ করছেন, তার তালিকা জানার জন্য3020

INF0- INFOগ্রাহকসেবার সাথে কথা বলার জন্য3020

INDEX- INDEXবাডি ট্র্যাকার সার্ভিস সম্পর্কে কিছু জানার জন্য3020

———————ধন্যবাদ, সাথেই থাকুন।

Level 0

আমি মোঃ মিলন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।

I am a blogger. I always like to blogging. I always try to gives most Important contents.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস