সবাইকে সালাম জানাই, অাশা করি সবাই অনেক ভালো অাছে। তো বন্ধুরা MS Excel এর উপরে অামি বলেছিলাম টোটাল ৫০ টি EPISODE করবো, তার ধারাবাহিকতায় অাজকে হলো EPISODE Number 2|
অাজেকও অামি MS Excel এর কিছু সুন্দর ট্রিকস নিয়ে অাপনাদের সামনে হাজির হয়েছি।
বন্ধুরা অাপনারা হয়তোবা অামারা উপরে রাগ হতে পারেন, কারন অামি এখানে বিস্তারিত না লিখে শুধু ভিডিও লিংক দিয়ে যাই এবং এটা অনেকে অাবার খারাব ভাবে নিয়ে থাকেন, অনেকে বলেন অামি ইউটিউব মাকেটিং করার জন্য টিউনস গুলো টিউন করি। তা বন্ধুরা অামি কিছু কথা বলবো, অামি যে ভিডিও গুলো তৈরী করি, কাদের জন্য? প্রতিটা ভিডিও অামার তৈরী করতে কি অামার একটু ও কষ্ট হয় না? অার অামি অাপনাদের কে যে বিষয় গুলো জানাচ্ছি এ গুলো অনেক জায়গা টাকা দিয়ে ও কেউ জানাবে না। সামনে অারো হিডেন হিডেন টিপস এন্ড ট্রিকস শেয়ার করবো MS Excel এর উপরে। অামি কনফার্ম দিয়ে বলছি এগুলো অাপনাকে কেউ টাকা দিয়ে ও শিখাবেনা। তাই বলছি কারো ভালো লাগলে দেখুন, শিখুন এবং অামার সাথে থাকুন।
অাজকের ভিডিওটির লিংক নিচে দেওয়া হলো।
আমি তানভীর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।