ইউটিউব ব্যবহারকে আরও সহজ করতে এলো ব্লার টুল” দেখে নিন কি কাজ

দরকারে কিংবা অবসরে ইন্টারনেটে অনেকেরই সময় কাটে ইউটিউবে। ভিডিও গান, সিনেমা কিংবা ডকুমেন্টারি সবই আছে ইউটিউবে। কিন্তু এসব দেখতে গেলে বেশ কিছু সমস্যাও আছে। এই তো দেখুন না, সিনেমায় বা নানা রকম ভিডিওতে অনেক সময় এমন কিছু জিনিস থাকে যা জনসমক্ষে প্রকাশ পেলে ক্ষতি হতে পারে। ভিডিওতে সেইসব জিনিস যাতে দেখা না যায় সেসব অংশ আবছা করে দেওয়া হয়। ২০১২ সালে এমন এক ‘ব্লার’ টুল ব্লার টুলবাজারে এনেছিল ইউ টিউব। কিন্তু এই টুলে শুধু মানুষের মুখ বা স্থির বস্তুকে আবছা করা সম্ভব হত। এবার এই টুলের একটি উন্নত ভার্সন নিয়ে এল ইউ টিউব। নতুন ‘ব্লার’ টুলে চলমান জিনিসকেও আবছা করা যাবে। ভিডিওর মধ্যের যে জিনিসকে ব্লার করতে চাইবে তার ওপর একটি বক্স করলেই সেই অংশ আবছা হয়ে যাবে। এবং ওই আবছা অংশ জিনিসটির সঙ্গে চলতে থাকবে। এই ব্লার টুল ব্যবহার করা যাবে বিশেষত গাড়ির নম্বর প্লেটের ক্ষেত্রে। অথবা ভিডিওর মধ্যে চলতে থাকা এমন কিছু পরিস্থিতি। http://www.youtube.com
ইউটিউব টুল, ব্লার টুল

Level 0

আমি মোহাম্মদ মনির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস