%20 হল একপ্রকার মান, যা ওয়েব Server প্রদান করে (Space /স্পেস) এর জায়গায়।
উদাহরন:- আপনি একটি পেজ তৈরি করেছেন(HelloRuman.html / HelloRuman.Php /.css.js.php ইত্যাদি)।
পেজের নামকরনের সময় যদি নামের মধ্যে স্পেস দেন,
যেমন:- Hello Ruman.html (Hello ও Ruman এর মধ্যে স্পেস)
Browser তাহলে ইউআরএল (URLs) বার এ Hello%20Ruman.html লিখে দেবে।
আমরা আমাদের সুবিধা মতো নামকরন করি যাতে আমরা মনে রাখতে পারি, কিন্তু স্পেস এর বদলে - (হাইফেন দেওয়া উচিত, Word / নাম সেপারেট করার জন্য)। Google Search Engine ও হাইফেন কে Word সেপারেট হিসেবে নজর করে।
Search Resul এর জন্য হাইফেন ভালো। Word সেপারেট এর জন্য স্পেস / আন্ডারস্কোর ব্যবহার করা ভালো হবে না।
আমি প্রনব অধিকারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।