এবার এয়ারটেলে নিয়ে নিন মাএ ১ টাকায় ৬০ এমবি। যত খুশি তত বার সকলকে আমার সালাম
সম্মানিত ভিজিটর + মেম্বার সকলে কেমন আছেন। আশা করি ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আমি মূলত সবসময় ওয়াডর্পেস সাইট নিয়ে টিউন করি। আমার সামনে এসএসসি পরীক্ষা তাই ট্রিকবিডি তে টিউন করতে পারি না আবার একদম না এসেও পারি না। আমার জন্য সকলে দোয়া করবেন যেন ভালো রেজাল্ট করে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি।

এবার চলুন টিউনটি দেখে নিই
এয়ারটেলে নিয়ে নিম মাএ ১.২০ টাকায় ৬০ এমবি.মেয়াদ  ২৮ দিন। সারাদিন এ ব্যবহার করতে পারবেন। আর অফারটি যত খুশি তত বার নেওয়া যাবে।
★এ অফারটি উপভোগ করতে যা যা লাগবে
১…একটি এয়ারটেল সিম এবং একটি অ্যাপ
এবার নিচে থেকে ডাউনলোড করুন

ডাউনলোড এয়ারটেল APP
এবার এমবি নেওয়ার পালা এমবি পেতে হলো নিচের ধাপগুলো অনুসরণ করুন

ধাপঃ apps টি ওপেন করুন।
ধাপঃ username  এবং password দিয়ে sign in করুন।
ধাপঃ Mobile  Internet এ যান
ধাপঃ 3G PACKAGES এ যান

ধাপঃ Available plans(এইটা নিচের দিকে থাকবে, স্টার★চিহ্ন যুক্ত)

ধাপঃ Data packs থেকে  60MB
1.20TK 28 D  তে ক্লিক করুন।

এরপর নিচে গিয়ে Terms and conditions এর পাশে টিক চিহ্ন দিয়ে Activate এ ক্লিক করুন। এরপর একটি code number চাওয়া হবে এবং SMS এ সাথে সাথে একটা code number দিবে। এরপর code number টি দিয়ে ok দিয়ে দিন। কাজ শেষ

#os olid

Level 0

আমি অস অলিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস