বন্ধুরা আপনাদের কাছে আমি আজ কিছু প্রশ্ন করব । এগুলোর উত্তর পেলে আমার পরবর্তী টিউনটি করতে খুব সুবিধা হবে। আমার পরবর্তী টিউনটা আশা করি সবার অনেক উপকারে আসবে। আমার প্রশ্ন গুলো হলোঃ
1. আমাদের দেশের কম্পিউটার যে সব ভাইরাসে বেশি আক্রান্ত হয়, USA, UK, Australia এসব উন্নত দেশের কম্পিউটার ও কি সেসব ভাইরাসে ততটা আক্রান্ত হয় ?
2. USA, UK, Australia এসব দেশের ইউজাররা যেসব সাইটে বেশি প্রবেশ করে আমরাও কি করি?
3. একটি ভাইরাস কি একই সাথে সব জায়গায় সমান আক্রমন করে?
4. আমাদের দেশ সহ দক্ষিন এশিয়ার অন্য দেশের কম্পিউটার গুলো যেসব ভাইরাসে বেশি আক্রান্ত হয় তার ডাটা কি USA এর একটি এন্টিভাইরাস কম্পানির কাছে বেশি থাকবে নাকি দক্ষিন এশিয়ার কোন এন্টিভাইরাস কম্পানির কাছে বেশি থাকবে?
5. কোন ভাইরাস আক্রান্ত ফাইল কে এন্টিভাইরাস শুধু Clean করলে উক্ত ফাইল বেশি ভাগ সময় আর কাজ করে না কিন্তু উক্ত ভাইরাস আক্রান্ত ফাইল কে এন্টিভাইরাস যদি Clean & Repaire করে তবে সেই ফাইল পূর্বের মতোই কাজ করে। এখন বলুন কোন এন্টিভাইরাসটি ভালো যেটা Clean করে নাকি যেটা Clean &Repaire করে?
উত্তর যতটা সম্ভব তাড়াতাড়ি দেয়ার চেষ্টা করবেন।
আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শাউন ভাই । তারাতারি টিউন করেন। আপনার ভাইরাস মাইরাস রাখেন। হিহিহিহিহিহি