কিছু প্রশ্ন টিউনারদের কাছে….

বন্ধুরা আপনাদের কাছে আমি আজ কিছু প্রশ্ন করব । এগুলোর উত্তর পেলে আমার পরবর্তী টিউনটি করতে খুব সুবিধা হবে। আমার পরবর্তী টিউনটা আশা করি সবার অনেক উপকারে আসবে। আমার প্রশ্ন গুলো হলোঃ
1. আমাদের দেশের কম্পিউটার যে সব ভাইরাসে বেশি আক্রান্ত হয়, USA, UK, Australia এসব উন্নত দেশের কম্পিউটার ও কি সেসব ভাইরাসে ততটা আক্রান্ত হয় ?
2. USA, UK, Australia এসব দেশের ইউজাররা যেসব সাইটে বেশি প্রবেশ করে আমরাও কি করি?
3. একটি ভাইরাস কি একই সাথে সব জায়গায় সমান আক্রমন করে?
4. আমাদের দেশ সহ দক্ষিন এশিয়ার অন্য দেশের কম্পিউটার গুলো যেসব ভাইরাসে বেশি আক্রান্ত হয় তার ডাটা কি USA এর একটি এন্টিভাইরাস কম্পানির কাছে বেশি থাকবে নাকি দক্ষিন এশিয়ার কোন এন্টিভাইরাস কম্পানির কাছে বেশি থাকবে?
5. কোন ভাইরাস আক্রান্ত ফাইল কে এন্টিভাইরাস শুধু Clean করলে উক্ত ফাইল বেশি ভাগ সময় আর কাজ করে না কিন্তু উক্ত ভাইরাস আক্রান্ত ফাইল কে এন্টিভাইরাস যদি Clean & Repaire করে তবে সেই ফাইল পূর্বের মতোই কাজ করে। এখন বলুন কোন এন্টিভাইরাসটি ভালো যেটা Clean করে নাকি যেটা Clean &Repaire করে?

উত্তর যতটা সম্ভব তাড়াতাড়ি দেয়ার চেষ্টা করবেন।

Level 0

আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শাউন ভাই । তারাতারি টিউন করেন। আপনার ভাইরাস মাইরাস রাখেন। হিহিহিহিহিহি

Level 0

এন্টিভাইরাস কম্পানির সাথে যোগাযোগ করতে হবে ।
আপনার Next টিউন এ অপেক্ষায় থাকলাম

আপনার প্রশ্নগুলো মারাত্মক মজার।আপনার প্রশ্নর উত্তরগুলো তারাতারি বের করে দ্রুত টিউন করুন।আমি ভাইরাসের জটিলতায় ভুগছি।আপনার টিউনের অপেক্ষায় থাকলাম।

ভাই আমার জ্ঞান দিয়ে আপনাকে বলী 1)ওদের দেশে ভাইরাস বেশী আঞান্তা হয় কারণ এরাই ভাইরাস ছাড়ে বেশী।সেজন্য লোকাল হিসেবে এরা বেশী আঞান্ত হয়।খেয়াল করে দেখবেন নতুন কোন ভাইরাস ওদের দেশে বেশী বেশী আঞান্ত হইছে এরকম নিউজ পেপারে আসে
2)এটার উওর একটু টাপ কারণ আমরা মেইল আর সাচ করতে গুগল ,ইয়াহু বেশী ব্যবহার করি ওরাও গুগল ইয়াহু ব্যবহার করে আবার আমেরিকানরা msn messenger বেশী ব্যবহার করে আবার আমরা ইয়াহু ।ওরা এদের ব্লগ ব্যবহার করে আর আপনি টেকটিউনস আবার ওদের দেশে টুইটার অনেক ব্যবহার করে আর আমরা টুইটার খুযব কম ৩)একটা ভাইরাসের যেখানে তৈরী ইয় সেথানে বেশী আক্ষমন করে
৪)ভাই অবশ্যই আমেরিকানদের কাছে বেশী থাকে কারণ এরা অনেক advanced
5)ভাই ফাইল যদি সিরিয়াস আঞান্ত হয় তাহলে এটা পুরোপুরি ডিলিট করে দেয়া ভাল
আমার সাধ্যমত চেষ্টা করছি উত্তর দেবার কোন ভুল তথ্য থাকলে সরি

deshi antivirus cobra use koren

Level 0

1> Computer virus is a program ..it is disable when it is simply a code,but when it goes to any host (like computer/mobile..) then it spared its copy (just like self re-production).. So whether it is Bangladesh/America all case are same

2> We are same as the human of USA,Australia.. so we those are internet users visit the same page regularly…

3> No,virus is a programming code.. it will spread as the code instruction (in the code where it is tell to spread there it will spread)

4> Must USA… because,USA company is mainly the main ISP (internet service provider) provider,they always keep record of all information

5> This is depend on which anti virus you used..mainly Mcafee 8.5i/ kaspersky antivirus is better for this solution…