H.S.C পরিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী মুহাম্মদ জাফর ইকবালের লেখা মহাজাগতিক কিউরেটরের Audio Story।
যারা Audio Story সম্পর্কে জানেন না তাদের সম্পর্কে বলি। Audio Story মানে হলো বই এ যেসব গল্প আছে সেগুলোই Audio আকারে বিভিন্ন চরিত্রে বিভিন্ন ব্যক্তির অভিনয় আর sound effect। আজকে H.S.C পরিক্ষার্থীদের জন্য তাদের সিলেবাস অনুযায়ী স্যার জাফর ইকবালের লেখা, মহাজাগতিক কিউরাটর, ভিন গ্রহ থেকে দুইটি প্রাণী পৃথিবী ভ্রমণ করতে আসে, উদ্দেশ্য, পৃথিবী থেকে একটি শ্রেষ্ঠ প্রাণী সংগ্রহ করে নেওয়া, সে অনুযায়ী দুইটি প্রাণী শ্রেষ্ঠ প্রাণী কে হতে পারে এই নিয়ে যুক্তি পরামর্শ করছে। বাকি টি শুনুন Audio Story থেকে
আমি মোঃ আতিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।