বন্ধুরা আজকে তোমাদের কে দেখাবো কিভাবে ল্যাপটপ অথবা ডেস্কটপ একটি নির্দিষ্ট সময়ে অটো বন্ধ করবেন। এখন আমরা যারা কম্পিউটার উইস করি মাঝে মাঝে কম্পিউটার অন করেই ঘুমিয়ে পড়ি, অনেক সময় অনেক বড় ফাইল ডাউনলোড দিয়েই ঘুমিয়ে পড়ি এতে করে আমাদের বিদ্যুৎ খরচ বারে অনেক সময় দেখা যার কম্পিউটার এর ওপর প্রভাব পরে। তাই পিসি বা ল্যাপটপ কে যদি অটো শাট ডাউন করতে চান সে জন্য আমরা টাইম সেট করে নিতে পারি। তাই দেরি না করে জেনে নিন কিভাবে টাইম সেট করে রাতে গান শুনতে শুনতে নিশ্চিত মনে ঘুম আসবেন। আসুন তাহলে জেনে নেই কিভাবে অটো শাট ডাউন টাইমার ইন্সটল করবেন-
স্টেপ ১- প্রথমে যে কোন ব্রাউজার থেকে গুগগুল ডট কমে যান
স্টেপ ২- সার্চ অপশনে লিখুন wise pc shutdown timer লিখে ক্লিক করুন
স্টেপ ৩- প্রথম যে ওয়েব সাইট আসবে সেই ওয়েব লিনক ক্লিক করুন।
স্টেপ ৪- সফটওয়্যার ডাউনলোড করুন করে পিসি থেকে ইন্সটল করুন
স্টেপ ৫- সফটওয়্যার ওপেন করুন এবং অপশন আসবে টাইমের আপনার পচ্ছন্দ অনুসারে টাইম সেট করে নিশ্চিত মনে ঘুম আসুন।
আপনি যদি এই সফটওয়্যার সম্পর্ক আরো বিস্তারিত জানতে চান তাহলে ভিজিট করুন prioarena.com
এই সাইটে আরো পাবেন টেকনোলোজি বিষয় টিউন।
আমি নাহিদা ইসলামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চমৎকার