যারা স্টুডেন্ট, তাদের আয়ের জন্য আমার ছোট একটি প্রয়াস।

প্রতিমাসে নেট কেনা, বন্ধুদের সাথে ফুচকা খাওয়া, গার্ল ফ্রেন্ডের সাথে আড্ডার ফাকে আইস্ক্রিম, ঝালমুড়ি খাওয়া, জন্মদিনের গিফট কেনা
- --
ভাই থামেন, এগুলো তো করতাসেন ই। কিন্তু একবার ও কি ভেবেছেন এই টাকা গুলো কোথা হতে পাই আমরা?গোডাউন তো একটাই। বাবার পকেট!
-
বাট কলেজ - ভার্সিটি লেভেলে এই বয়সে কি বাপের পকেট থেকে টাকা নিলে নিজের কাছেই নিজেকে ছোট মনে হয়। তাই অনেক দিন ধরে ভাবলাম কি করে নিজের একটা আয়ের উৎস বের করা যায়?
কিন্তু টিউশানি ছাড়া আর তেমন কোন সোর্স বের করতে পারিনি।
-
আবার ৩০ দিন টিউশানি তে গিয়ে মাসে যদি পাই ৫০০ টাকা। তাহলে কার মাথা খারাপ না হবে বলুন? ডেইলি যাওয়া আসায় আর টিউশন মিলিয়ে ২ ঘন্টার বেশী যায়।
পরে রাগ করে টিউশন বাদ দিয়ে ভাবলাম কি করা যায়?
পরে এক বড় ভাইয়ের পরামর্শে এই সাইটে কাজ করা শুরু করলাম। আলহামদুলিল্লাহ্‌ এখন আমার মাসিক ইনকাম ৩/৪ হাজার টাকা। তাও মাত্র ডেইলি ৩০ মিনিট সময় দিয়ে।
তাই আমার মত অসহায় ছাত্র দের জন্য এই জিনিস টা শেয়ার না করে পারলাম না।
আর বেশী কথা না বাড়িয়ে সোজাসুজি শুরু করে দেই।
-
**********
পেমেন্ট : বিকাশ বা রকেটে। কাজেই পেমেন্ট পাওয়া নিয়ে চিন্তার দিন শেষ।
-
কাজের ধরণ: প্রতিদিন ২ মিনিট এর ১৫ টা এড দেখা।
-
কাজের সময়: প্রতিদিন মাত্র ৩০ মিনিট।
-
১/ http://earnopedia.biz এ যান।
২/ একটি একাউন্ট খুলুন। ফেইক নামে একাউন্ট খুললে পেমেন্ট পাবেন না।
৩/ Sponsor ID দিবেন = 7701476
৪/সাইন আপ করে ইমেল ভেরিফিকেশন করুন
৫/ লগিন করে Service এ যান।
৬/ তারপর Paid Video Ad এ যান।
৭/ এবার ১৫ টা ভিডিও পাবেন।
৮/ প্রতিটায় ক্লিক করে লাল Icon ছবি তে ক্লিক করে ভিডিও প্লে করুন।
৯/ দেখা শেষ হলে back এ এসে আবার Video 2 তে যান। তারপর এটাও দেখুন।
১০/ এভাবে ১৫ টি ভিডিও প্রতিদিন দেখতে থাকুন আপনার ড্যাসবোর্ড এ প্রায় ১$ ডলার করে জমা হবে প্রতিদিন।
১১/ প্রতি মাসের ১৫ থেকে ২০ তারিখের মাঝে উইথড্র দিবেন।
১২/ প্রতি মাসের ২৪ থেকে ৩০ তারিখের মাঝে পেমেন্ট পাবেন।
-
আর অন্যান্য সাইটের মত রেফার এর ঝামেলা নাই। তবে রেফার হলে আপনি বোনাস পাবেন।
প্রতি ১০ জন কে রেফার করলে প্রতিদিন সেই ১০ জন থেকে আরো ১ ডলার বা ৮০ টাকা পাবেন।
তাহলে আপনার মাসে আয় গিয়ে দাঁড়াবে ৪০০০ টাকা। একটা স্টুডেন্ট এর ৪০০০ টাকা পকেট খরচ এনাফ বলে আমি মনে করি।
-
যেহেতু এটা তে আপনাকে আইডি এক্টিভ করতে কোন টাকা খরচ হয় না, তাই আইডি এক্টিভ চার্জ টা ওরা কেটে নিবে প্রতিমাসে কিছু কিছু করে। প্রথম ৫ মাস কিছু টাকা এক্টিভ চার্জের জন্য কিস্তির মত করে কাটবে। আর তারপর থেকে আপনি পুরো টাকাই পাবেন। অর্থাৎ ৪ হাজার টাকা পুরো টাই পাবেন। সুতরাং দেরি না করে আজই কাজ শুরু করে দিন!
-
আর কিছু জানার থাকলে আমাকে ফেসবুকে ইনবক্স করুন।

আইডি "অবশেষে মেহেদী "
ধন্যবাদ।

Level 2

আমি পিনবয় মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার এই টিউনটি ‘টেকটিউনস স্পন্সরড টিউন’ হিসেবে প্রোমট করুন টেকটিউনস এর সুবিশাল ৪ কোটি+ কমিউনিটিতে এবং ৩০০% এরও বেশি রেসপন্স পান। টেকটিউনস স্পন্সরড টিউন কিনতে ক্লিক করুন এখানে।