আসসালামুআলাইকুম,
আশা করি ভালো আছেন।আল্লাহ্ তায়ালার রহমতের আমিও ভালো আছি।
আমাদের বিশ্বে এমন অনেক তথ্য আছে যা আমারা অনেকেই জানি না। তাহলে চলুন এখন বিশ্বের কিছু আজানা তথ্য জেনে নেই।
(১) বিশ্বে কোন প্রেসিডেন্ট হকার ছিলেন?
উত্তর : ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এ.পি.জে আব্দুল কালাম।
(২)কোন রাজা মাত্র ২০ মিনিট ক্ষমতায় ছিলেন?
উত্তর : পরতুগালের রাজা লুই ফিলিপ।
(৩)কোন প্রানী জন্মের আগে ৬৪৫ দিন মাতৃগর্ভে ঘুমায়?
উত্তরঃ হাতির বাচ্চা।
(৪)কোন দেশে রাবারের রাস্তা ছিলো?
উত্তরঃ ফ্রান্স এর পারিসে।
(৫) কোন প্রেসিডেন্ট ল্যাংরা ছিলেন?
উত্তরঃ লিবিয়ার প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফী।
(৬)কোন ব্যক্তি মুসুর ডালের উপর ভারতের ম্যাপ একেছিলো?
উত্তরঃশঙ্কর চ্যাটার্জি।
(৭)কোন প্রানীর মাথা নেই?
উত্তরঃ কাকড়া।
(৮)বিশ্বের সবচেয়ে বড় বই কোনটি?
উত্তরঃজার্মান প্রিন্স এতলাস (ওজন ৬৭ মন)
(৯)মানুষের সবচেয়ে দীর্ঘতম সময়কাল কত?
উত্তরঃ ৩ সেকেন্ড।
(১০)কোন প্রানীর ৮৮৬ টি পা আছে?
উত্তরঃ উলুকা।(এটা দেখেই বিজ্ঞানীরা ট্রেন তৈরি করেছেন)
আজ এই পর্যন্তই। আগামী টিউনে আরও কিছু মজার তথ্য নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসা করি সবাই ভাল থাকবেন। bye.
আমি মিনহাজ নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।